ম্যানহাটনের কেন্দ্রস্থলে ‘ট্রাম্প টাওয়ার’-এ অগ্নিকাণ্ড।
৫৮ তলার টাওয়ারের একেবারে ওপরের তলায় সোমবার ভোরে আগুন লাগে বলে জানিয়েছে নিউ ইয়র্কের দমকল বিভাগ। ওই অগ্নিকাণ্ডে ২ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে নিজের বানানো ওই ‘ট্রাম্প টাওয়ার’-এই সপরিবারে থাকতেন ডোনাল্ড ট্রাম্প।
এ দিন যখন আগুন লাগে ম্যানহাটনের ‘ট্রাম্প টাওয়ার’-এ, তখন প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন ওয়াশিংটনে।
আরও পড়ুন- সমকামিতা অপরাধ! নিজের রায় ফের ভেবে দেখবে সুপ্রিম কোর্ট
আরও পড়ুন- কিমের সঙ্গে কথা বলতে রাজি ট্রাম্প
প্রেসিডেন্ট ট্রাম্পের এক পুত্র এরিক তাঁর টুইটে জানিয়েছেন, টাওয়ারের ছাদে কুলিং টাওয়ারে বৈদ্যুতিক শর্ট সার্কিটেই ওই আগুন লাগে। দমকল কর্মীদের তৎপরতায় সেই আগুন নিভতেও সময় লাগেনি।