আর ঢাকা-চাপা না দিয়ে ইসলামাবাদ এ বার স্বীকার করল, কট্টর সন্ত্রাসবাদী মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছেন। তবে তাঁর শরীর খুব একটা ভাল নয়। বাড়ি থেকে বেরতে পারছেন না।
পাক সংবাদমাধ্যম নয়, নামপ্রকাশে অনিচ্ছুক ইসলামাবাদের কোনও আমলা নন, খোদ পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি শুক্রবার এ কথা জানিয়েছেন। বলেছেন, ‘‘মাসুদ পাকিস্তানেই রয়েছেন। তবে তিনি অসুস্থ। বাড়ি থেকে বেরতে পারছেন না।’’
ভারতের তরফে বহু দিন ধরেই বলা হচ্ছিল, কট্টর জঙ্গি মাসুদ পাকিস্তানে রয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ারও দাবি জানিয়ে আসছিল দিল্লি। কিন্তু এত দিন মাসুদ নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি ইসালামাবাদ। জঙ্গি মাসুদকে গোটা বিশ্বে নিষিদ্ধ ঘোষণার দাবি রাষ্ট্রপুঞ্জে গত কয়েক বছর ধরেই জানিয়ে আসছে ভারত, আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। কিন্তু চিনের ভেটোয় তা সম্ভব হয়নি।