Advertisement
E-Paper

‘ধিক্কার’! মাইক্রোসফ্‌টের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ভারতীয় বংশোদ্ভূত তরুণীর নিশানায় গেটস-নাদেলা

প্রকাশ্যেই নিজের ইস্তফার কথা ঘোষণা করেন ভারতীয় বংশোদ্ভূত তরুণী। কেন তিনি প্রকাশ্যে প্রতিবাদ করেছেন, তা বিস্তারিত ভাবে লিখে নিজের সহকর্মীদের ইমেল করেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২০:৫৬
Indian origin techie disrupted Microsoft event quit job

বন্যা আগরওয়াল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

৫০ বছরে পা দিয়েছে মাইক্রোসফ্‌ট সংস্থা। গত সপ্তাহে ওয়াশিংটনে সংস্থার সদর দফতরে উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠান বিল গেটস, প্রাক্তন সিইও স্টিভ বালমার এবং বর্তমান সিইও সত্য নাদেলা। যদিও অনুষ্ঠানে নজর কাড়েন ভারতীয় বংশোদ্ভূত তরুণী বন্যা আগরওয়াল। ইজরায়েল সরকারের সঙ্গে চুক্তি করার জন্য প্রকাশ্যেই সংস্থাকে একহাত নেন কর্মী বন্যা। গাজ়ায় ইজরায়েল যে ভাবে হামলা চালাচ্ছে, তার সমালোচনাও করেন ওই সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার। অনুষ্ঠান যখন চলছে, তখন দাঁড়িয়ে চিৎকার করে তিনি বলেন, ‘‘তোমাদের ধিক্কার। তোমরা ভণ্ড।’’ তার পরে নিজের ইস্তফার কথা ঘোষণা করেন। কেন তিনি প্রকাশ্যে প্রতিবাদ করেছেন, তা বিস্তারিত ভাবে লিখে নিজের সহকর্মীদের ইমেল করেন তিনি।

সহকর্মীদের যে ইমেল করেছেন বন্যা, তাতে লিখেছেন, ‘‘গাজ়ায় ইজরায়েল সেনাকে আরও ধ্বংসাত্মক হতে সাহায্য করেছে মাইক্রোসফ্‌টের এআই এবং ক্লাউড প্রযুক্তি। ইজরায়েলের গণহত্যার যন্ত্রে প্রযুক্তিগত মেরুদণ্ড তৈরি করেছে মাইক্রোসফ্‌টের অ্যাজিওল ক্লাউড এবং এআই ডেভেলপমেন্ট।’’ মাইক্রোসফ্‌টের অনুষ্ঠানে যখন গেটস, নাদেলাদের ‘ধিক্কার’ জানাচ্ছেন বন্যা, তখন সেখানে উপস্থিত কয়েক জনও তাঁর সঙ্গে গলা মেলান। তাঁদের বলতে শোনা গিয়েছে, ‘‘মাইক্রোসফ্‌টের প্রযুক্তির মাধ্যমে গাজ়ায় ৫০ হাজার জনকে খুন করা হয়েছে। তাঁদের রক্ত মেখে এই উদ্‌যাপনকে ধিক্কার। এখনই ইজরায়েলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা উচিত সংস্থার।’’

বন্যা ইমেলে জানিয়েছেন, দে়ড় বছর আগে মাইক্রোসফ্‌ট সংস্থায় যোগ দিয়েছিলেন তিনি। তার পর থেকেই দেখে চলেছেন, কী ভাবে ইজরায়েলকে সাহায্য করছে মাইক্রোসফ্‌ট, যে রাষ্ট্র ১৯৪৮ সাল থেকে প্যালেস্টাইনে হামলা চালাচ্ছে। বন্যা ইমেলে আরও জানিয়েছেন, ইজরায়েল বার বার মানবাধিকার লঙ্ঘন করছে। যুদ্ধবিরতি ভেঙে নাগাড়ে হামলা চালাচ্ছে গাজ়ায়। দিন কয়েক আগে প্রকাশিত হয়েছে যে, গাজ়ায় ১৫ জন স্বাস্থ্যকর্মী এবং উদ্ধারকারীও নিহত হয়েছে ইজরায়েলের হামলায়। ‘এক এক’ করে খুন করা হয়েছে তাঁদের। তার পরে বালিতে দেহ পুঁতে দেওয়া হয়েছে। সংস্থার প্রযুক্তিবিদদের কাছে তাঁর প্রশ্ন, ‘‘আমাদের প্রযুক্তি দিয়ে কাদের হাত শক্ত করছি?’’ তিনি বাকি সহকর্মীদেরও ইস্তফা দেওয়ার ডাক দিয়েছেন। ইজরায়েলকে প্রযুক্তিগত সাহায্য দেওয়ার জন্য সাম্প্রতিক কালে বার বার প্রতিবাদে সরব হয়েছেন মাইক্রোসফ্‌ট এবং গুগ্‌লের কর্মীরা। সংবাদ সংস্থা এপি জানিয়েছিল, ২০২৪ সালে নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার দফতরে অবস্থান বিক্ষোভে বসার জন্য ২৮ জন কর্মীকে বহিষ্কার করেছিল গুগল।

Gaza war Techie Microsoft Indian Origin Vaniya Agrawal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy