এক অভিনব উপায়ে দুঃস্থ এবং পাচার হয়ে যাওয়া শিশুদের পাশে দাঁড়াতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী। সাঁতরে ইংলিশ চ্যানেল পার করতে চলেছেন তিনি। আর এই পর্বে যা অর্থ উপার্জন হবে তা ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে দেবেন।
ব্রিটিশ এশিয়ান ট্রাস্টটি প্রিন্স চার্লসের। ভারতের দুঃস্থ এবং পাচার হয়ে যাওয়া শিশুদের নিয়েও কাজ করে এই ট্রাস্ট। ভারতে ট্রাস্টের শাখা রয়েছে।
ভারতীয় বংশোদ্ভূত ওই মহিলার নাম লিয়া চৌধুরী। আগামী বুধবার ফ্রান্সের ডোভার থেকে ক্যালাইস পর্যন্ত মোট ৩৫ কিলোমিটার সাঁতরে পার করবেন তিনি। দিন রাত মিলিয়ে মোট ১৩ ঘণ্টা টানা সাঁতার কাটবেন লিয়া। ইংলিশ চ্যানেলে প্রচুর জেলিফিস এবং অনেক ক্ষতিকারক সামুদ্রিক প্রাণী রয়েছে। যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। একটি নৌকায় তাঁর পরিবারের লোকেরাও তাঁর আশেপাশে থাকবেন। তবে চ্যানেল সুইমিং অ্যাসোসিয়েশনের আইন অনুযায়ী কেউই লিয়াকে স্পর্শ করতে পারবেন না।