Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Indian Student Stabbed In US

মাথায় ছুরির কোপ নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই, যুদ্ধে হার মানলেন আমেরিকার সেই ভারতীয় পড়ুয়া

পুলিশ জানিয়েছে, মাথায় গভীর ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় পড়ুয়া বরুণ রাজ পুচার মৃত্যু হয়েছে। আমেরিকার ভালপারাইসো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের পড়ুয়া ছিলেন ওই যুবক।

Indian student stabbed in head at US gym for looking weird, then dies

নিহত ভারতীয় পড়ুয়া বরুণ রাজ পুচার। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ১৭:৫১
Share: Save:

জিমের মধ্যে এলোপাথাড়ি ছুরির কোপ পড়েছিল মাথায়। আমেরিকায় সপ্তাহ দুয়েক মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন সেই ভারতীয় পড়ুয়া। পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়সি ওই ভারতীয় পড়ুয়া, বরুণ রাজ পুচার মৃত্যু হয়েছে। আমেরিকার ভালপারাইসো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের পড়ুয়া ছিলেন ওই যুবক।

আগেই চিকিৎসকেরা জানিয়েছিলেন যে, বরুণের আঘাত গুরুতর। তাঁর সুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় নেই। তবুও চেষ্টার ত্রুটি রাখা হয়নি। গত ২৯ অক্টোবর ওই ভারতীয় পড়ুয়ার মাথায় এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় আক্রান্ত পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, আক্রমণকারী যুবকের নাম জর্ডান আন্দ্রাদ। অক্টোবরের শেষ সপ্তাহে আমেরিকার ইন্ডিয়ানা প্রদেশের বাসিন্দা বরুণের সঙ্গে জিমে গিয়েছিলেন অভিযুক্ত। সেখানেই ‘ভুল বোঝাবুঝি’ থেকে ভারতীয় পড়ুয়ার মাথায় ছুরি মারেন জর্ডান। পুলিশের কাছে অন্তত এমনটাই দাবি করেছিলেন অভিযুক্ত যুবক। পরে পুলিশের কাছে অভিযুক্ত দাবি করেন যে, নিহত পড়ুয়া ‘একটু অদ্ভুত স্বভাবে’র ছিলেন। প্রাণের ঝুঁকি থেকেই ভারতীয় পড়ুয়াকে তিনি হত্যার চেষ্টা করেন বলে দাবি করেন অভিযুক্ত। যদিও তাঁর দাবির সত্যতা খতিয়ে দেখা শুরু করে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

US Amarica stabbed
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE