কাবুল বিমানবন্দর যাওয়ার পথে ১৫০ জনকে অপহরণের অভিযোগ তালিবানের বিরুদ্ধে। অপহৃতদের মধ্যে বহু ভারতীয় রয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর। জানা গিয়েছে, কাবুল বিমানবন্দর যাওয়ার পথেই ওই ব্যক্তিদের অপহরণ করে তালিবান। এর মধ্যে রয়েছেন আফগানি শিখ, হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তালিবান। তাঁদের এক মুখপাত্র আহমদ্দুলা ওয়াসেক বলেন আফগান সংবাদমাধ্যমের এই খবর সত্যি নয়। তাঁর দাবি টুইটারে প্রকাশ করেছে সংবাদসংস্থা এএনআই।