পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর স্ত্রী অ্যামি মোদীর বিরুদ্ধেও রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র এক আধিকারিক আজ এ কথা জানিয়েছেন। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় প্রধান অভিযুক্ত নীরব। তাঁর স্ত্রীয়ের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগে মামলা চলছে। ইডি-র আবেদনের ভিত্তিতেই অ্যামির বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল। নীরবের ভাই ও বোনের বিরুদ্ধেও রেড কর্নার নোটিস জারি হয়েছে।
২০১৯ সালে আমেরিকায় শেষ বার দেখা গিয়েছিল অ্যামিকে। তার পর থেকে ইডি নীরবের স্ত্রীর অবস্থান সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে। নীরব বর্তমানে লন্ডনের ওয়ান্ডসওর্থ জেলে বন্দি। সেখানে তাঁকে ভারতে প্রত্যর্পণের মামলা চলছে। কোনও পলাতক ব্যক্তির বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির অর্থ, ইন্টারন্যাশনাল অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা। এর ফলে ইন্টারপোলের সদস্য ১৯২টি দেশের যে কোনও জায়গায় সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার বা আটক করা যাবে। তার পরে তাঁকে প্রত্যপর্ণের প্রক্রিয়া শুরু করা যাবে।
পিএনবি-কাণ্ডে প্রতারণা মামলায় নীরবের সঙ্গে অভিযুক্তের তালিকায় অ্যামির নামও রয়েছে। ২০১৮ সালে ভারত থেকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পালিয়ে গিয়ে বিদেশে আত্মগোপন করেছেন তিনি। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে বিপুল অর্থে বিলাসবহুল বাড়ি কেনার মতো আর্থিক কেলেঙ্কারির অভিযোগও রয়েছে অ্যামির বিরুদ্ধে। গত বছরের ফেব্রুয়ারিতে সাপ্লিমেন্টারি চার্জশিটে ওই বাড়ি কেনায় আর্থিক দুর্নীতির অভিযোগও জানিয়েছিল তদন্তকারী সংস্থা। শুধু অ্যামি নন, ইন্টারপোল রেড কর্নার নোটিস জারি করেছে নীরবের ভাই নেহাল এবং বোন পূরবীর বিরুদ্ধেও। নেহাল আবার বেলজিয়ামের নাগরিক। নীরবের ভাই-বোনের বিরুদ্ধে ব্যাঙ্ক প্রতারণা এবং প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে।