যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিলেও সংঘর্ষে ইতি পড়ার আভাস দিয়েছে তেহরান! মঙ্গলবার সকাল ৬টা (ভারতীয় সময় অনুসারে) থেকে আর কোনও সংঘর্ষ হয়নি, এমনটাই ইঙ্গিত মিলেছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির পোস্টে। যদিও ইজ়রায়েলের দাবি, মঙ্গলবার সকালে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাতে তিন জনের মৃত্যুরও খবর মিলেছে।
মঙ্গলবার সকালে আরাগচি সমাজমাধ্যমে লেখেন, ‘‘ভোর ৪টে (স্থানীয় সময়) বাজার আগে শেষ মুহূর্ত পর্যন্ত ইরানের সামরিক বাহিনী ইজ়রায়েলি আক্রমণের জবাব দিয়ে গিয়েছে। এ জন্য ইরানের সেনাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এর আগে অন্য একটি সমাজমাধ্যম পোস্টে ইরানের বিদেশমন্ত্রী দাবি করেন, যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনও সমঝোতা হয়নি। তবে স্থানীয় সময় অনুসারে ভোর ৪টের (ভারতীয় সময় সকাল ৬টা) পর থেকে ইজ়রায়েল হামলা বন্ধ করলে ইরানও নতুন করে সংঘর্ষে জড়াতে অনিচ্ছুক। পর ক্ষণেই শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুকে জবাব দেওয়ার জন্য ইরানি বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। সরাসরি যুদ্ধবিরতির কথা ঘোষণা না করলেও আরাগচির পোস্টে আভাস, স্থানীয় সময় ভোর ৪টের পর থেকে আর কোনও সংঘর্ষ হয়নি।
যদিও ইজ়রায়েলের অভিযোগ, মঙ্গলবার সকালেও ইরান তাদের উপর হামলা চালিয়েছে। ইজ়রায়েলের বেশ কিছু জায়গায় মঙ্গলবার সকালে সাইরেনের শব্দ শোনা গিয়েছে বলে খবর। ইজ়রায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান তাদের বিরুদ্ধে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেই কারণেই সাইরেন বাজছে। পরে আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে অভিযোগ তোলে তেল আভিভ। আইডিএফ জানিয়েছে, ইরানি হামলার জন্য ইজ়রায়েলি নাগরিকেরা ‘পাতাল ঘরে’ (শেল্টারে) আশ্রয় নিয়েছেন। তেল আভিভের দাবি, মঙ্গলবার সকালে ইজ়রায়েলের দক্ষিণ প্রান্তে বেরশেভা শহরে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। ওই হামলায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইজ়রায়েলের।
আরও পড়ুন:
বস্তুত, সোমবার বেশি রাতের দিকে ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষবিরতির ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওই সংঘর্ষবিরতির কথা সরকারি ভাবে ইরান বা ইজ়রায়েল কোনও দেশই ঘোষণা করেনি। ইরান জানিয়েছে, এমন কোনও সমঝোতা হয়নি। চূড়ান্ত যুদ্ধবিরতির বিষয়ে সিদ্ধান্ত ইরানের সামরিক বাহিনীই নেবে বলে দাবি ইরানের। গত রাতে ট্রাম্প লেখেন, “এই সংঘর্ষবিরতির সিদ্ধান্তে ইরান ও ইজ়রায়েল দু’দেশই সহমত জানিয়েছে। আগামী ৬ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ সংঘর্ষ বিরতি শুরু হবে। প্রথমে ইরান সংঘর্ষবিরতি শুরু করবে এবং তার ১২ ঘণ্টা ইজ়রায়েল তা অনুসরণ করবে। ২৪ ঘণ্টা পর দু’ দেশের মধ্যে ১২ দিনের টানা যুদ্ধ শেষ বলে ঘোষণা করা হবে।” তবে পশ্চিম এশিয়ার বাস্তব পরিস্থিতি এখনও তপ্ত হয়ে রয়েছে।