সারা বিশ্বেই এখন ত্রাস হয়ে দেখা গিয়েছে কোভিডের নয়া রূপ ওমিক্রন। গত বছরের শেষে দক্ষিণ আফ্রিকায় হদিশ পাওয়া এই ওমিক্রনের মূলত বি ১ উপরূপ (সাব-ভারিয়্যান্ট)-ই সংক্রমণ ছড়িয়েছে। এ বার ওমিক্রনের বি ২ উপরূপে ব্রিটেনে বহু মানুষ আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে, এই বি ২ উপরূপে ভারতে কত জন আক্রান্ত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
জিন পরীক্ষার পর ব্রিটেনে এখনও পর্যন্ত ৪২৬ জনের শরীরে এই উপরূপ শনাক্ত করা গিয়েছে। ডেনমার্ক, অস্ট্রেলিয়া, চিন ও সিঙ্গাপুরেও এই উপরূপে সংক্রমণের হদিশ মিলেছে। এখন প্রশ্ন হল, ওমিক্রনের বি ১ উপরূপের চেয়ে বি ২ উপরূপ কি বেশি বিপজ্জনক?
ব্রিটেনের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা অবশ্য জানাচ্ছে, হদিশ পাওয়া এই নয়া উপরূপের বিশেষ কোনও পরিব্যক্তি (মিউটেশন) নজরে আসেনি। সংস্থার ইনসিডেন্ট ডিরেক্টর মীরা চাঁদ বলেন, ‘‘বি ২-এর কারণে সংক্রমিত ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েন কি না, তা এখনই বোঝা যাচ্ছে না। এই উপরূপ নিয়ে খুবই কম পরিমাণ তথ্য হাতে এসেছে। আমরা আরও খতিয়ে দেখছি।’’