Advertisement
E-Paper

চিনা রাষ্ট্রপতির নামে হবে পাক বিমানবন্দর! ‘খবর’ সংবাদমাধ্যমে

বেনজির ভুট্টো নাম বদলে হয়ে যাবে জিংপিং! চিনের সঙ্গে বন্ধুত্ব আরও জোরদার করতে এ ভাবেই চিনকে আস্ত বিমানবন্দরের নাম উপহার দিতে চলেছে পাকিস্তান। ইসলামাবাদের কেন্দ্রবিন্দুতে থাকা সেই বিমানবন্দরের নাম হবে চিনের রাষ্ট্রপতি জিংপিং আন্তর্জাতিক বিমানবন্দর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ১৩:২১
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

বেনজির ভুট্টো নাম বদলে হয়ে যাবে জিংপিং! চিনের সঙ্গে বন্ধুত্ব আরও জোরদার করতে এ ভাবেই চিনকে আস্ত বিমানবন্দরের নাম উপহার দিতে চলেছে পাকিস্তান। ইসলামাবাদের কেন্দ্রবিন্দুতে থাকা সেই বিমানবন্দরের নাম হবে চিনের রাষ্ট্রপতি জিংপিং আন্তর্জাতিক বিমানবন্দর। এতদিন যা পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর নামে ছিল। শনিবার অর্থাৎ ১ এপ্রিল পাকিস্তানের এক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হওয়ার পরেই সে দেশ জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়ে যায়। সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় পক্ষে-বিপক্ষে মন্তব্যে। এমন সিদ্ধান্তের জন্য পাক সরকারকে হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে বসেন পিপলস পার্টির এক নেতা রহমান মালিক।

তবে যাঁরা ওই দিন পাক সরকারের তুলোধনা করছিলেন, তাঁরাই কিন্তু পরে হাসতে হাসতে লুটোপুটি খান। কেউ বা আবার তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়া থেকে তাঁর বিতর্কিত পোস্ট মুছে ফেলেন। কেন? কারণ, কিছু পরেই তাঁরা টের পান, আচ্ছা বোকা বনে গিয়েছেন! হুবহু গুরুত্বপূর্ণ খবরের কাঠামোতে ছাপা ওই খবরটিই আসলে ছিল ভুয়ো। তামাম পাঠককে বোকা বানিয়ে এপ্রিল ফুল উদযাপন করেছে ওই সংবাদমাধ্যম। ওই খবরের একদম শেষে চিনা রাষ্ট্রপতির ছবি দিয়ে তার উপরে বড় হরফে এপ্রিল ফুল’সে ডে লেখা ছিল।

খবরটা পড়ে অবশ্য প্রথমে বোঝার কোনও উপায়ই ছিল না যে এটা ভুয়ো খবর। তাতে লেখা ছিল, সম্প্রতি পাকিস্তান মুসলিম লিগ নেতাদের মধ্যে এই নিয়ে এটি বৈঠক হয়। তাতেই স্থির হয় যে, ৬৬ বছরের এই বন্ধুত্বে চিনা রাষ্ট্রপতিকে সম্মান জানাতে তাঁর নামে নতুন করে বিমানবন্দরের নামকরণ করা হবে। জুলাইয়ের শুরুতে সেই বিমানবন্দরের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হবে সস্ত্রীক চিনা রাষ্ট্রপতিকে। তিনিই উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও। পাক সরকারের এই সিদ্ধান্তের পর গুগুল ম্যাপও নাকি ইসলামাবাদের ওই নতুন বিমানবন্দরে নাম জিংপিং আন্তর্জাতিক বিমানবন্দর দেখাতে শুরু করে। এমনকী ওই খবরে বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের ইমরান খানেরও একটি ভুয়ো টুইটার পোস্ট তুলে ধরা হয়। ইমরান নাকি টুইট করে এর জোর প্রতিবাদ করেছেন। তিনি টুইট করেন, ‘‘পাকিস্তান মুলসিম লিগ বিক্রি হয়ে গিয়েছে। তাঁরা এবার চিনকে তুষ্ট করতে চাইছেন।’’

আরও পড়ুন: বিছানাতেই ফোন চার্জে বসিয়ে ঘুম, যুবকের গলায় থার্ড ডিগ্রি বার্ন!

শেষটায় ঘোর কাটে সবারই। বোকা বনেও হাসি ফুটল সবার মুখেই।

Pakistan April Fool's Day China
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy