মুম্বইয়ে জিন্নার বাড়িতে হাত পড়লে তা ভাল ভাবে নেবে না পাকিস্তান। দিল্লিকে এ কথা জানিয়ে ইসলামাবাদের তরফে বলা হয়েছে, ভারতে পাক সরকারের যে সব স্থাবর সম্পত্তি রয়েছে, সম্মানের সঙ্গে সেগুলির দেখভাল ও রক্ষণাবেক্ষণ হওয়া উচিত। বৃহস্পতিবার পাক বিদেশমন্ত্রকের তরফে দিল্লিকে জানানো হয় মহম্মদ আলি জিন্না পাকিস্তানের জনক। মুম্বইয়ে তাঁর বাড়িটি তাই পাকিস্তানের ঐতিহাসিক সম্পত্তি। তাকে ভারত সরকারের সম্মান দেখানো উচিত। না পারলে ওই সম্পত্তি পাকিস্তানকে হস্তান্তর করা হোক।
বিতর্কের সূত্রপাত হয় বিজেপি বিধায়ক মঙ্গল প্রভাত লোধার একটি মন্তব্যকে কেন্দ্র করে। ওই বিজেপি বিধায়ক বলেছিলেন, ‘‘দক্ষিণ মুম্বইয়ে জিন্নার বাড়িতেই ভারত ভূখণ্ড ভাগ করার পরিকল্পনা হয়েছিল। চক্রান্ত শুরু হয়েছিল। জিন্নার বাড়িটাই দেশ ভাগ হওয়ার স্মৃতিচিহ্ন বহন করছে। তাই ওই বাড়িটি ভেঙে ফেলা উচিত।’’
পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র নাফিস জাকরিয়া বৃহস্পতিবার বলেছেন, ‘‘ওই বাড়ির রক্ষণাবেক্ষণ সম্ভব না হলে, তার দায়িত্ব ভারত তুলে দিতে পারে পাকিস্তানের হাতে।’’
আরও পড়ুন- ঘণ্টায় ৭৪০০ কিমি-র নতুন ক্ষেপণাস্ত্র রাশিয়ার, উদ্বেগে গোটা পৃথিবীই!