পশ্চিম এশিয়ায় শান্তি বজায় রাখার জন্য ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণুকেন্দ্রে বিমানহানার ‘ব্যাখ্যা’ এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে মোদীকে অবহিত করতেই ফোন করেছিলেন নেতানিয়াহু। দু’জনের মধ্যে পশ্চিম এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে ইজ়রায়েলি বায়ুসেনার ‘অপারেশন রাইজ়িং লায়ন’ তছনছ করে দিয়েছে ইরানের অন্তত ছ’টি পরমাণু ও সামরিক কেন্দ্র। দু’শো বোমারু ও যু্দ্ধবিমানের হানায় ইরান সেনার ‘চিফ অফ স্টাফ’ মেজর জেনারেল মহম্মদ বাগেরি, ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’ বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আলি রশিদ নিহত হন। মৃত্যু হয়েছে রেভলিউশনারি গার্ড অ্যাকোস্পেস ফোর্সের (এই বাহিনীর হাতেই ক্ষেপণাস্ত্র হামলার দায়িত্ব রয়েছে) প্রধান মেজর জেনারেল আমির আলি হাজিজ়াদে এবং পরমাণু শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেউদুন আব্বাসি-সহ সে দেশের ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
আরও পড়ুন:
ওই হামলার পরেই ইজ়রায়েলের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা করেছে তেহরান। এই পরিস্থিতিতে শুক্রবার সকালেই আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করে তেল আভিভ। ইজ়রায়েলের বিদেশমন্ত্রী জ়িডিয়ন সার ফোন করেন বিদেশমন্ত্রী জয়শঙ্করকে। বিকেলে ৭ লোককল্যাণ মার্গে ফোন আসে নেতানিয়াহুর। পিটিআই জানিয়েছে, আঞ্চলিক শান্তি এবং সুস্থিতি বজায় রাখার জন্য ইজ়রায়েলি প্রধানমন্ত্রীকে বার্তা দিয়েছেন মোদী। পাশাপাশি, আগামী দিনে নয়াদিল্লি-তেল আভিভ যোগাযোগ অব্যাহত রাখার বার্তা দিয়েছেন।
মোদীর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ-সহ বিভিন্ন রাষ্ট্রনেতাদের কাছে শুক্রবার নেতানিয়াহুর ফোন গিয়েছে। ইরানের প্রত্যাঘাতের হামলার হুমকির জেরে ওই দেশের ইজ়রায়েলি কূটনৈতিক কেন্দ্র এবং নাগরিকদের সুরক্ষার বিষয়টিতে গুরুত্ব দেওয়ারও আবেদন করা হয়েছে। ইতিমধ্যেই বিশ্বের সব দেশে ইজ়রায়েলি দূতাবাস এবং কনস্যুলেটগুলি সাময়িক ভাবে বন্ধ রাখার ঘোষণা করেছেন নেতানিয়াহু। ইজ়রায়েলি বিদেশমন্ত্রী শুক্রবার বলেন, ‘‘উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আমরা গোটা বিশ্বকে অবহিত করেছি।’’ অন্য দিকে, সাউথ ব্লকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ইরান এবং ই়জ়রায়েলের মধ্যে সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ভারত গভীর ভাবে উদ্বিগ্ন। ঘটনাপ্রবাহ নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’’