মহিলা ব্রিগেড গড়ার কথা ঘোষণা করল পাক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ। দলের নেতৃত্বে থাকবে মাসুদ আজ়হারের বোন। অপারেশন সিঁদুর চলাকালীন ভারতীয় সেনা বাহাওয়ালপুরের জইশের সদর কার্যালয় মারকাজ় সুভানাল্লা গুঁড়িয়ে দিয়েছিল। পাশাপাশি, পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে ছড়িয়ে থাকা জইশদের আরও বেশ কিছু ঘাঁটি গুঁড়িয়ে দেয় সেনা। এই ঘটনায় জঙ্গি নেতা মাসুদ আজাহারের পরিবারের ১১ সদস্যের মৃত্যুও হয়েছিল।
এ বার সেই আঘাত সামলে প্রথম বার মহিলা ব্রিগেড তৈরি করার কথা ঘোষণা করেছে জইশ। এর নাম রাখা হয়েছে, ‘জামাত-উল-মোমিনাত’। জইশের প্রচারমাধ্যম ‘আল-কালাম মিডিয়া’-তে প্রকাশিত জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজ়হারের নামে জারি হওয়া একটি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জনসমক্ষে এসেছে।
সূত্রের খবর, জইশ-ই-মহম্মদের মহিলা শাখার নেতৃত্ব দেবে মাসুদ আজহারের বোন সাদিয়া আজ়হার। ৭ মে অপারেশন সিঁদুরের সময়ে বিমান হামলায় নিহত আজ়হার পরিবারের ১১ জন সদস্যদের মধ্যে সাদিয়ার স্বামী ইউসুফ আজ়হারও ছিল। এত দিন জেহাদি ভাবধারার জইশ, পরিবারের মহিলাদের জঙ্গি কার্যকলাপে যোগদানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রেখেছিল। এ বার সেই নিষেধাজ্ঞা উঠে গিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)