আফগানিস্তানে যুদ্ধ প্রসঙ্গে নেটো সেনা নিয়ে মন্তব্যের জেরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়র স্টার্মার।
মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য ছিল, যুদ্ধের সময়ে আমেরিকার সেনাবাহিনী সামনে ছিল কিন্তু নেটো সদস্য অন্যান্য দেশগুলির সৈন্যরা দূরে ছিল। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের সময় ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে আফগানিস্তানে শহিদ হওয়া ৪৫৭ জন সৈন্যের প্রতি শ্রদ্ধা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমি তাঁদের সাহস ও দেশের জন্য আত্মত্যাগের কথা কিছুতেই ভুলব না।’’ যুদ্ধে যাঁরা আহত হয়েছেন তাঁদের প্রতিও শ্রদ্ধা জানান কিয়র। আমেরিকার প্রেসিডেন্টের মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘ভয়ঙ্কর’ দাবি করে তিনি বলেন, ‘‘এই মন্তব্যে শহিদ ও আহতদের পরিজন-সহ দেশকে আঘাত করেছে।’’ প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও কিয়র তাঁর দফতর থেকে বিবৃতি দিয়ে ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করেছিলেন।
আরও পড়ুন:
২০১১ সালে ৯/১১ কাণ্ডের পরে নেটো বাহিনী আফগানিস্তানে হানা দিয়েছিল। ২০২১ পর্যন্ত আফগানিস্তানই ছিল তাঁদের ‘ঠিকানা’। ২০১০-২১ সাল পর্যন্ত আফগানিস্তানে ছিলেন নেটোর প্রায় ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি সৈন্য। শহিদ হয়েছিলেন অন্তত ৩ হাজার ৪৮৬ জন। মার্কিন নেতৃত্বাধীন সেই নেটো বাহিনীর আমেরিকা ও ইংল্যান্ডের শহিদ সৈন্যদের সংখ্যা যথাক্রমে ২ হাজার ৪৬১ ও ৪৫৭ জন।