Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Khalistan

পাকিস্তানে খুন খলিস্তান কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ! লাহোরের রাস্তায় গুলিতে ঝাঁঝরা

গত কয়েক বছরে একাধিক বার খলিস্তান কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ সিংহ পঞ্জওয়ারের বিরুদ্ধে ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্র এবং মাদক পাচারের অভিযোগ উঠেছে।

Khalistan Commando Force chief Paramjit Singh Panjwar gunned down in Pakistan

পাকিস্তানে খুন খলিস্তানি জঙ্গি নেতা পরমজিৎ সিংহ পঞ্জওয়ার। গ্রাফিক: সনৎ সিংহ।

সংবাদ সংস্থা
লাহোর শেষ আপডেট: ০৬ মে ২০২৩ ১৭:৩৪
Share: Save:

পাকিস্তানে খুন হলেন খলিস্তানপন্থী জঙ্গি নেতা পরমজিৎ সিংহ পঞ্জওয়ার ওরফে মালিক সর্দার সিংহ। শনিবার সকালে পাক পঞ্জাবের রাজধানী লাহোরের জোহর টাউন এলাকার রাস্তায় দুই অজ্ঞাতপরিচয় আততায়ী মোটরবাইকে চড়ে এসে তাঁকে গুলি করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা পরমজিৎকে ‘মৃত’ ঘোষণা করেন।

খলিস্তানপন্থী গোষ্ঠী দল খালসার প্রধান কুঁয়ার পাল সিংহ শনিবার দুপুরে পরমজিতের মৃত্যুর কথা জানান। সামাজিক মাধ্যমে খলিস্তানপন্থীদের একাংশ এই খুনের নেপথ্যে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে। গত কয়েক বছরে একাধিক বার খলিস্তান কমান্ডো ফোর্সের প্রধান পরমজিতের বিরুদ্ধে ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্র এবং মাদক পাচারের অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, গত নভেম্বরে পাকিস্তানে খুন হয়েছিলেন খলিস্তানি জঙ্গি নেতা হরবিন্দর সিংহ রিন্দা।

নব্বইয়ের দশকে খলিস্তান কমান্ডো ফোর্সের প্রধান হয়েছিলেন পরমজিৎ। তার কিছু দিনের মধ্যেই গোপনে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে ভারতে একাধিক নাশকতার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ষাটের দশকে পঞ্জাবের তরণতারণে পরমজিতের জন্ম। আশির দশকে উত্তাল পঞ্জাবে তিনি সমবায় ব্যাঙ্কের চাকরি ছেড়ে খলিস্তান আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে পুলিশ সূত্রের খবর। পরমজিতের তুতো ভাই লব সিংহ খলিস্তান কমান্ডো ফোর্সের শীর্ষ নেতা ছিলেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে লবের মৃত্যুর পরে পরমজিৎ সংগঠনের প্রধান হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Khalistan Khalistan movement Pakistan Murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE