Advertisement
০৩ মে ২০২৪
International News

কলম্বিয়ায় ধসে চাপা পড়ে মৃত ২৫৪, নিখোঁজ বহু

প্রবল বর্ষণের জেরে কলম্বিয়ার মোকোয়াতে ধসে চাপা পড়ে মৃত্যু হল কমপক্ষে ২৫৪ জনের। নিখোঁজ বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

উদ্ধারকাজ চালাচ্ছে সেনা। ছবি: সংগৃহীত।

উদ্ধারকাজ চালাচ্ছে সেনা। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ০৯:৪২
Share: Save:

প্রবল বর্ষণের জেরে কলম্বিয়ার মোকোয়াতে ধসে চাপা পড়ে মৃত্যু হল কমপক্ষে ২৫৪ জনের। নিখোঁজ বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্টোস। তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” পাশাপাশি, মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

কলম্বিয়ার সেনা সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২৫৪ জনের দেহ উদ্ধার হয়েছে। আহত হয়েছেন ৪০০ জনের মতো। নিখোঁজের সংখ্যা প্রায় ২০০। ১১০০ সেনা এবং স্থানীয় পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে।

আরও পড়ুন: মেয়ের ছবি তোলার পর দেখে আঁতকে উঠলেন মা!

২০১৫-য় সালগারে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছিল ৮০ জনের। তবে সবচেয়ে ভয়ানক ছিল ১৯৮৫-র ঘটনা। সেই বছরে ধসে মৃত্যু হয় ২০ হাজার মানুষের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Colombia Mudslide Mocoa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE