Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Light House

কম খেটে মোটা মাইনের চাকরি পেতে চান? যাবেন এখানে?

সেখানে এই মুহূর্তে দু’জন কেয়ার টেকার পদের জন্য লোক খুঁজছে লাউট হাউস কর্তৃপক্ষ।

ইস্ট ব্রাদার লাইট হাউস। ছবি শাটারস্টকের সৌজন্যে।

ইস্ট ব্রাদার লাইট হাউস। ছবি শাটারস্টকের সৌজন্যে।

সংবাদ সংস্থা
সান ফ্রান্সিস্কো শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৯ ১৭:৫১
Share: Save:

চাকরি করে যে মাইনে পাচ্ছেন তাতে কী মন সন্তুষ্ট নয়? কম খাটনির মোটা মাইনের চাকরি খুঁজছেন? তা হলে আমেরিকার এক লাইট হাউসে কেয়ার টেকারের চাকরি অপেক্ষা করছে আপনার জন্যে। সান ফ্রানসিস্কো থেকে অল্প দূরে অবস্থিত এই লাইট হাউসে কেয়ার টেকারের কাজের জন্য আপনি পাবেন ১ লক্ষ ৩০ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ লক্ষ টাকা।

আমেরিকার সান পাবলো উপসাগরে রয়েছে ইডিললিক দ্বীপ। সেই দ্বীপেই রয়েছে ইস্ট ব্রাদার লাইট হাউস। সান ফ্রান্সিস্কোর চারিদিকে নজরদারির জন্য ১৮৭৪ সাল থেকে কাজ করছে এটি। সেখানে এই মুহূর্তে দু’জন কেয়ার টেকার পদের জন্য লোক খুঁজছে লাউট হাউস কর্তৃপক্ষ।

১৯৬০ সাল থেকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করা শুরু করে এটি। বর্তমানে এটি ইউএস নেভির নিয়ন্ত্রণাধীন।

আরও পড়ুন: দেশ ছাড়তে চান ১৬%

ক্যালিফোর্নিয়ার রিচমন্ডের মেয়র টম বাট জানিয়েছেন, ‘‘দারুণ জায়গায় অবস্থিত এই লাইট হাউসটি। আমি গত ৪০ বছরে ধরে এই শহরে কাজ করছি। প্রথমে এই লাইট হাউস পড়ে থাকত। তারপর এটিকে লাভজনকভাবে চালু করার চেষ্টা করি। সেই ব্যবস্থা চালু রাখতেই দু’জন লোক নিয়োগ করতে চাইছি আমরা।’’

পাঁচটি ঘরের পাশাপাশি এই লাইট হাউসে খাবার দাবারের সমস্ত ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন: রাজ পরিবারের দুই জায়ের ‘খেয়োখেয়ি’র কারণ ফাঁস করলেন তাঁদের শাশুড়ির প্রিয় বান্ধবী

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Light House Job Vacancy High Salary
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE