Advertisement
২৫ এপ্রিল ২০২৪
International News

সৌদিকে দ্বীপ বিক্রি করতে চায় মলদ্বীপ, ভারতের কপালে ভাঁজ

চিন্তা বাড়াল মলদ্বীপ। ভারতের দক্ষিণ সীমান্তের এই দ্বীপ-রাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তে চিন্তার ভাঁজ ভারতের কপালে। সংবাদ সংস্থা সূত্রে খবর, সৌদি আরবকে একটি দ্বীপ বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মলদ্বীপ। ফাফু নামের ওই দ্বীপটি মলদ্বীপের বিখ্যাত ২৬টি রিং দ্বীপের একটি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ১৮:২০
Share: Save:

চিন্তা বাড়াল মলদ্বীপ। ভারতের দক্ষিণ সীমান্তের এই দ্বীপ-রাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তে চিন্তার ভাঁজ ভারতের কপালে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, সৌদি আরবকে একটি দ্বীপ বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মলদ্বীপ। ফাফু নামের ওই দ্বীপটি মলদ্বীপের বিখ্যাত ২৬টি রিং দ্বীপের একটি।

দ্বীপ কেনার বিষয়টি খতিয়ে দেখতে সম্প্রতি মলদ্বীপ সফরে যাচ্ছেন সৌদি আরবের রাজা সলমন বিন আবদুল্লাজিজ অল সৌদ। মলদ্বীপের প্রাক্তন বিদেশমন্ত্রী আহমেদ নাসিম জানিয়েছেন, ‘‘আগে বিদেশিরা মলদ্বীপে জমি কিনতে পারত না। কিন্তু ২০১৫-র একটি আইনে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন তা বৈধ।’’

আরও পড়ুন: আউটসোর্সিং বন্ধ করতে ফের বিল মার্কিন কংগ্রেসে, উদ্বেগ ভারতের বাজারে

মনদ্বীপের রাষ্ট্রপতি আবদুল্লা ইয়ামেনের শহ্গে নরেন্দ্র মোদী

কিন্তু মলদ্বীপের এই সিদ্ধান্ত ভারতের কাছে কতটা উদ্বেগের? ঘনঘন বিদেশসফরে গেলেও এখনও পর্যন্ত প্রতিবেশী দেশ মলদ্বীপে পা রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দেশের এত কাছে সৌদি আরব দ্বীপ কিনলে শীঘ্রই মলদ্বীপ সফরে যাবেন মোদী, এমনটাই মনে করছেন কূটনীতিক মহল।

এতদিন পর্যন্ত ফাফু নামের ওই দ্বীপটির সঙ্গে ৪১ বছরের একটি বন্ড ছিল ইরানের। তবে এই মুহূর্তে এই দ্বীপের ৩০০ জন পড়ুয়াকে স্কলারশিপ দেয় সৌদি। তার মধ্যে ৭০ শতাংশই ওয়াহাবি মতাদর্শের মানুষ। এমনকী এখানকার মাদ্রাসাগুলিতেও সৌদির শিক্ষকরা শিক্ষা দান করেন। মলদ্বীপ প্রশাসন সূত্রে দাবি, ওয়াহাবি মতাবলম্বী মানুষদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE