ছেলে সব সময় মোবাইলে বুঁদ হয়ে থাকে। মোবাইল এবং ইন্টারনেটের নেশা কাটাতে এক ব্যক্তি অভিনব পন্থা নিলেন। কিন্তু সেই অভিনব উদ্যোগের জেরে বিপুল জরিমানা দিতে তো হয়েইছে, একই সঙ্গে গ্রেফতার হওয়ারও আশঙ্কা রয়েছে।
সন্তানদের মোবাইল, ল্যাপটপ এবং ট্যাব থেকে দূরে রাখার জন্য অনেকেই ইন্টারনেটের সংযোগ কেটে দেন। অনেকে আবার স্ক্রিনিং সময় নির্দিষ্ট করে দেন। কিন্তু এক ব্যক্তি তাঁর ছেলেকে ইন্টারনেট থেকে দূরে রাখার জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, তার জন্য গোটা শহরের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি ফ্রান্সের।