Advertisement
০৩ মার্চ ২০২৪
International news

মদিনার পথে বাস দুর্ঘটনা, মৃত ৩৫ তীর্থযাত্রী, আহত অন্তত ৪

বুধবার মদিনা শহরের কাছে সন্ধ্যা ৭টায় এই দুর্ঘটনা ঘটেছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মক্কা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ১০:০৮
Share: Save:

মক্কা থেকে মদিনা যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৩৫ তীর্থযাত্রীর। বুধবার মদিনা শহরের কাছে সন্ধ্যা ৭টায় এই দুর্ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত ৪ জন। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিত্সা চলছে।

পুলিশ সূত্রে খবর, তীর্থযাত্রীরা একটি বেসরকারি বাসে ছিলেন। তাঁরা মদিনাতেই যাচ্ছিলেন। কিন্তু মদিনা শহরে ঢোকার কিছু আগে একটি ভারী মালবাহী গাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। দুটো গাড়িই যথেষ্ট গতিতে যাচ্ছিল। ফলে আঘাতের তীব্রতাও হয় অনেক বেশি।

স্থানীয় সংবাদমাধ্যম দুর্ঘটনার পরের যে ছবি তুলেছে, তাতে দেখা গিয়েছে বাসটির ভিতর থেকে আগুন বেরচ্ছে। প্রতিটা জানলার কাচই ভেঙে গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৫ জন তীর্থযাত্রীর। চারজনকে উদ্ধার করে আল হামনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিত্সা চলছে।

আরও পড়ুন: তপ্ত কোর্টে শুনানি শেষ অযোধ্যার, সংসদ অধিবেশনের আগেই কি রায়

২০১৮ সালে একই ভাবে মক্কায় যাওয়ার পথে একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে বাসের ধাক্কায় ৪ ব্রিটিশ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল। ২০১৭ জানুয়ারিতে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে বাস দুর্ঘটনায় ৬ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে দু’মাসের এক শিশুও ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE