Advertisement
১৮ এপ্রিল ২০২৪

জাপানে টয়লেট মিউজিয়াম দেখতে হাজারে হাজারে মানুষ

টয়লেট নাকি কোনও বিলাসবহুল শোওয়ার ঘর? যাতে গা গরম করে নেওয়ার ব্যবস্থা রয়েছে। রয়েছে যন্ত্রের মাধ্যমে গরম জলে ম্যাসাজ করানোর ব্যবস্থা। রয়েছে এয়ার কন্ডিশনার। এটাই সর্বাধুনিক জাপানি প্রযুক্তির টয়লেট। যার নাম- টোটো।

জাপানের সর্বাধুনিক টয়লেট ‘টোটো’।

জাপানের সর্বাধুনিক টয়লেট ‘টোটো’।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:৩৩
Share: Save:

টয়লেট নাকি কোনও বিলাসবহুল শোওয়ার ঘর?

যাতে গা গরম করে নেওয়ার ব্যবস্থা রয়েছে। রয়েছে যন্ত্রের মাধ্যমে গরম জলে ম্যাসাজ করানোর ব্যবস্থা। রয়েছে এয়ার কন্ডিশনার। জলের তাপমাত্রা ও চাপ বাড়ানো-কমানোর ব্যবস্থা। রয়েছে এয়ার ড্রায়ার। রয়েছে সুবাস ছড়ানোর জন্য ‘পাওয়ার ডিওডোরাইজার’। সঙ্গে রয়েছে সুন্দর, সুরেলা মিউজিক ‘ওতোহিমে’ শোনার ব্যবস্থাও। এমনকী, অটোম্যাটিক সেন্সরও। বাথরুমে ঢুকলেই আপনাআপনি খুলে যাবে ঢাকনা। ভরে যাবে ব্যাকটেরিয়া বিনাশী জলের ফোয়ারায়। জ্বলে উঠবে ঝকঝকে আলো। এটাই সর্বাধুনিক জাপানি প্রযুক্তির টয়লেট। যার নাম- টোটো।

শুধু এই সর্বাধুনিক টয়লেটই নয়, একেবারে আদ্যি কালের বাথরুম থেকে হালের ‘টোটো’, সব রকমের বাথরুম নিয়ে জাপানে তিন মাস হল চালু হয়েছে টয়লেট মিউজিয়াম। যা বানাতে খরচ হয়েছে ছয় কোটি মার্কিন ডলার। চালু হওয়ার পর গত তিন মাসে দেশ, বিদেশ থেকে কম করে তিরিশ হাজার মানুষ এসে ঘুরে গিয়েছেন এই টয়লেট মিউজিয়াম। যারা এই সর্বাধুনিক টয়লেট বানিয়েছে, সেই সংস্থা ‘টোটো’ ইতিমধ্যেই এমন চার কোটি টয়লেট বানিয়ে বিভিন্ন দেশে পাঠিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

many people japan tokyo museum
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE