Advertisement
E-Paper

বিয়েতে ভাংচি! দিচ্ছেন মেগানের দাদা-ই

গত মাসে একটি মার্কিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে টমাস দাবি করেছিলেন, পরিবারের কাউকেই বিয়েতে আমন্ত্রণ জানাচ্ছেন না মেগান। ‘‘আসলে ও ওর শিকড় ভুলে যেতে চায়। আমরা তো আর কোনও কেউকেটা নই!’’ 

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০১৮ ০২:২৮
মেগান ও তাঁর সৎভাই টমাস মার্কল জুনিয়র।

মেগান ও তাঁর সৎভাই টমাস মার্কল জুনিয়র।

বিয়ের আগে ‘ভাংচি’র হাত থেকে রেহাই নেই তাঁরও। ব্রিটেনের ভাবী রাজবধূ সম্পর্কে কুকথা ছড়িয়ে সেটাই প্রমাণ করে দিলেন মেগান মার্কলের সৎভাই টমাস মার্কল জুনিয়র।

দিন কয়েক আগে মার্কিন গসিপ পত্রিকা ‘ইন টাচ’কে একটি খোলা চিঠি পাঠান টমাস। রাজকুমার হ্যারিকে উদ্দেশ্য করে লেখা সেই চিঠিতে মেগানের ৫১ বছর বয়সি দাদা লিখেছেন, ‘‘এখনও সময় আছে। ভেবে দেখুন।’’ কেন মেগানকে হ্যারির বিয়ে করা উচিত নয়, তার সবিস্তার ব্যাখ্যা করেছেন টমাস। তাঁর দাবি, ‘‘আমার বোনের মতো স্বার্থপর মেয়ে এই দুনিয়ায় আর নেই। যে নিজের পরিবারকে ভুলে যেতে পারে, তাকে আপনি কী করে বিশ্বাস করবেন? এ রকম এক জন মহিলাকে আপনি বিয়ে করলে রাজপরিবারের মর্যাদা ক্ষুণ্ণ হবে।’’

অবশ্য এই প্রথম নয়। গত মাসে একটি মার্কিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে টমাস দাবি করেছিলেন, পরিবারের কাউকেই বিয়েতে আমন্ত্রণ জানাচ্ছেন না মেগান। ‘‘আসলে ও ওর শিকড় ভুলে যেতে চায়। আমরা তো আর কোনও কেউকেটা নই!’’ টমাসের কথাকে অবশ্য কেউ বিশেষ আমল দিতে চাইছেন না। স্ত্রীকে মারধর করে জেলও খেটেছেন তিনি। জানা গিয়েছে, পরিবারকে নেমন্তন্ন না করা নিয়ে তাঁর দাবিও ঠিক নয়। ১৯ মে-র অনুষ্ঠানে অংশ নিতে লন্ডন আসছেন মেগানের মেক্সিকোবাসী বাবা এবং ক্যালিফোর্নিয়াবাসী মা। এর আগে রাজকুমার হ্যারির সঙ্গে বার দুয়েক দেখা হয়েছে মেগানের মায়ের। তবে বাবার সঙ্গে এখনও দেখা হয়নি।

Meghan Markle Thomas Markle Jr. Prince Harry Royal Wedding টমাস মার্কল জুনিয়র মেগান মার্কল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy