ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত মেহুল চোক্সী প্রকাশ্যে আনলেন সেই রহস্যময়ী মহিলার নাম। ওই মহিলার বিরুদ্ধে ডোমিনিকাতে অভিযোগও দায়ের করেছেন চোক্সীর আইনজীবী। বারবারা জাবারিকা নামে ওই মহিলার বিরুদ্ধে, ‘অপহরণ’-এ সাহায্যে করার অভিযোগ আনা হয়েছে চোক্সীর তরফে। অ্যান্টিগাতে ‘অপহরণের’ সময় চোক্সীকে মারধর করা ব্যক্তি নিজেকে অ্যান্টিগার পুলিশ হিসাবে পরিচয় দিয়েছিল বলেও অভিযোগ করেছেন তাঁর আইনজীবী।
চোক্সীর আইনজীবী দাবি, ‘উচ্চ স্তরের ভারতীয় রাজনীতিকের’ সঙ্গে সাক্ষাৎকারের কথা বলে ডোমিনিকাতে আনা হয়েছিল তাঁকে। চোক্সী জানিয়েছেন, তিনি তিনি বারবারাকে বেশ কয়েক বছর ধরেই চিনতেন। বারবারা এই ‘অপহরণের’ সঙ্গে যুক্ত বলে মন করেন চোক্সী। কারণ হিসাবে তিনি বলেছেন, তাঁকে যখন অপহরণ করা হচ্ছিল, তখন বারবারা চোক্সীকে ‘কোনও সাহায্য করেনি’।