কিমের সঙ্গে আবার বসতে রাজি: পম্পেয়ো
ওয়াশিংটন, ৮ অগস্ট: দু’দিন আগেই স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। তা সত্ত্বেও পিয়ংইয়্যাংয়ের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ফের আলোচনায় বসতে রাজি মার্কিন প্রশাসন। খোদ মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়ার সেনা বাহিনীর সঙ্গে আমেরিকার যৌথ মহড়া শুরু হয়েছে। তাতে বরাবরই আপত্তি জানিয়ে এসেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। এ বার তারই প্রতিবাদে এবং নিজেদের শক্তি যাচাইয়ে একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। যদিও বিষয়টি নিয়ে সরকারি ভাবে মুখ খোলেনি কিমের দেশ। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম সূত্রে আমেরিকার কানে এই খবর পৌঁছনোর পরেও মার্কিন প্রশাসন বিষয়টি নিয়ে উদ্বেগ দেখায়নি। বরং তারা আশা করছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই উত্তর কোরিয়ার সঙ্গে ফের আলোচনায় বসতে পারে তারা। বস্তুত গত দু’সপ্তাহে এই নিয়ে মোট চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পিয়ংইয়্যাং।