Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নিউ ইয়ারের আগে বড় জঙ্গি হামলার শঙ্কা ইউরোপে

বছর ফুরোনোর আগেই বিস্ফোরণে ঝাঁঝরা হয়ে যেতে পারে ইউরোপের বড় কয়েকটি শহর। আত্মঘাতী জঙ্গি হানাদারির ঘটনা ঘটতে পারে জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়ার বহু শহরে। বড়সড় হামলার ঘটনা ঘটতে পারে বার্লিন, প্যারিস ও ভিয়েনার মতো রাজধানী শহরগুলোতেও।

ভিয়েনার আকাশে চক্কর মারছে অস্ট্রিয়ার সেনাবাহিনীর হেলিকপ্টার।

ভিয়েনার আকাশে চক্কর মারছে অস্ট্রিয়ার সেনাবাহিনীর হেলিকপ্টার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৫ ১৬:১৪
Share: Save:

বছর ফুরোনোর আগেই বিস্ফোরণে ঝাঁঝরা হয়ে যেতে পারে ইউরোপের বড় কয়েকটি শহর।

আত্মঘাতী জঙ্গি হানাদারির ঘটনা ঘটতে পারে জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়ার বহু শহরে। বড়সড় হামলার ঘটনা ঘটতে পারে বার্লিন, প্যারিস ও ভিয়েনার মতো রাজধানী শহরগুলোতেও।

ভিয়েনা পুলিশ আজ এ খবর দিয়ে বলেছে, একটি ‘বন্ধু দেশে’র গোয়েন্দা সংস্থার কাছ থেকে তারা এই বার্তা পেয়েছে।

কারা হামলা চালাতে পারে ইউরোপের বড় বড় শহরগুলোতে?

সরাসরি ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদা জঙ্গিদের নামোল্লেখ না করে ভিয়েনা পুলিশ জানিয়েছে, ‘‘অনেকগুলো জঙ্গি সংগঠনের নাম তাদের হাতে এসেছে। তাদের মধ্যে রয়েছে ইউক্রেনের একটি জঙ্গি সংগঠনের নামও। তবে সব কিছু খতিয়ে না দেখে কোনও জঙ্গি সংগঠনের নাম আগেভাগে ঘোষণা করা হবে না।’’ দেড় মাস আগেই প্যারিসে আইএস জঙ্গিদের হামলায় ১৩০ জন প্রাণ হারান।

ওই গোয়েন্দা-বার্তা ইউরোপের সংশ্লিষ্ট সবক’টি দেশের কাছেই পাঠানো হয়েছে বড়দিনের উৎসবের আগে। তাতে বলা হয়েছে, বড়দিন থেকে নববর্ষের উৎসবের মধ্যে যে কোনও দিন ইউরোপের কয়েকটি বড় দেশের রাজধানী সহ গুরুত্বপূর্ণ শহরগুলোর জনবহুল এলাকায় জঙ্গি হানাদারির ঘটনা ঘটতে পারে।

অস্ট্রিয়া পুলিশ ইতিমধ্যেই দেশে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে কোমর বেঁধে নেমে পড়েছে। জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রক অবশ্য এ ব্যাপারে মুখ খুলতে চায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MILITANT ATTACK IN DELHI EUROPE
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE