Advertisement
E-Paper

র‌্যাম্পে স্তন্যপান করিয়ে বিতর্কে মার্কিন মডেল

শো-এর পরে জানা যায়, রবিবার মেয়েকে কোলে নিয়ে র‌্যাম্পে স্তন্যপান করানোর সিদ্ধান্ত হঠাৎ করেই নেওয়া। আয়োজক সংস্থাও তেমনটাই জানিয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৮ ০৪:১৪
ব্যতিক্রমী: মেয়ে কোলে র‌্যাম্পে মারা মার্টিন। এএফপি

ব্যতিক্রমী: মেয়ে কোলে র‌্যাম্পে মারা মার্টিন। এএফপি

মডেলের পরনে সোনালি বিকিনি। আর কোলে পাঁচ মাসের শিশুকন্যা। মায়ামির ক্যাটওয়াকে সেই মেয়েকে স্তন্যপান করাতে করাতেই এগিয়ে এলেন মার্কিন মডেল মারা মার্টিন। সে ছবি নিজে শেয়ার করলেন ইনস্টাগ্রামেও। তা নিয়ে এখন ইন্টারনেট তোলপাড়।

গত রবিবার ওই অনুষ্ঠানে মারা তাঁর কন্যা আরিয়ার কানে দিয়ে দেন শব্দরোধী হেডফোন আর তাকে পরান সবুজ সুইমওয়্যার। ইনস্টাগ্রামে সেই ছবি দেখে অনেকেই প্রশংসা-অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন মারাকে। কিন্তু তাঁর এই পদক্ষেপ ঠিক নয় বলে সমালোচনাও ধেয়ে এসেছে। মারা অবশ্য বলেছেন, ‘‘রোজ যেটা করি, সেই কাজের জন্য আমি আর আমার মেয়ে শিরোনামে চলে এসেছি, এটা ভাবতে পারছি না। অবাস্তব লাগছে। সবাইকে ধন্যবাদ।’’ তার পরেই মারার সংযোজন, ‘‘সবাইকে এই বার্তাটা দিতে পেরে ভাল লাগছে। শিশুকে স্তন্যপান করানো একটা স্বাভাবিক কাজ। সেটা সবাই বুঝুক। আর জানুক, মহিলারা চাইলে সব পারেন।’’

শো-এর পরে জানা যায়, রবিবার মেয়েকে কোলে নিয়ে র‌্যাম্পে স্তন্যপান করানোর সিদ্ধান্ত হঠাৎ করেই নেওয়া। আয়োজক সংস্থাও তেমনটাই জানিয়েছে। মারা বলেছেন, ‘‘মেয়ের রাতের খাবারের সময় হয়ে গিয়েছিল। ওর খিদেও পেয়ে যায়। এ দিকে শো-এর সময় কেবল পিছোচ্ছে।’’ তখন আয়োজকদের মধ্যেই এক জন মারাকে পরামর্শটা দেন। বলেন, মেয়েকে খাওয়াতে খাওয়াতেই র‌্যাম্পে হাঁটো তুমি। সময় নষ্ট না করে এগিয়ে যান মারা।

গত বছর অস্ট্রেলিয়ার পার্লামেন্টে অধিবেশন চলাকালীন সেনেটর ল্যারিসা ওয়াটার্স তাঁর দু’মাসের মেয়েকে স্তন্যপান করিয়ে শিরোনামে আসেন। তিনি বলেছিলেন, ‘‘শুধু মেয়েকে স্তন্যপান করানোর জন্য নয়, এখানকার সব তরুণীকে বলতে চাই পার্লামেন্ট তোমারও।’’ বিতর্ক হলেও ২০১৬ সালে স্পেনের এমপি ক্যারোলিনা বেসকানসা পার্লামেন্টে ছেলেকে স্তন্যপান করাতে দ্বিধা করেননি।

কিন্তু আমেরিকার মতো দেশে প্রকাশ্যে শিশুকে স্তন্যপান করানো নিয়ে নানা ‘ছুতমার্গ’ রয়েছে। এখানে শিশুদের যত্ন নিতে মায়েদের সব সময়ে উৎসাহ দেওয়া হলেও কর্মরতা মাকে শিশু জন্ম দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই কাজে ফিরতে হয়। ফলে সমস্যায় পড়েন অনেকেই। প্রকাশ্যে স্তন্যপান করানোর ‘ঝুঁকি’ নেওয়ার ব্যাপারে অনেক মাকেই দু’বার ভাবতে হয়। আমেরিকার হাতে গোনা কয়েকটি প্রদেশে মহিলাদের এ ব্যাপারে নিরাপত্তা দেওয়া হয়। বাকি জায়গায় এখনও প্রকাশ্যে স্তন্যপান নিয়ে আপত্তি ওঠে।

রেস্তরাঁ, সরকারি যানবাহন অথবা ডিপার্টমেন্টাল স্টোর— কোথাও স্তন্যপান করাতে গেলে মহিলাদের শুনতে হয় নানা মন্তব্য। স্থানীয় দৈনিকগুলোতে সে খবর উঁকিও দেয়। বিষয়টি নিয়ে ‘রক্ষণশীলতা’ দূর করতে প্রকাশ্যে স্তন্যপান নিয়ে বিভিন্ন মার্কিন শহরে প্রচারও চালায় বিভিন্ন গোষ্ঠী।

এই বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার যোগ করেছেন অন্য মাত্রা। মহিলাদের কৌটোর দুধের (ফর্মুলা মিল্ক) সুবিধা নিতে বলে তিনি ফের আপত্তির মুখে। সম্প্রতি স্তন্যপান নিয়ে রাষ্ট্রপুঞ্জে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এক প্রস্তাবের বিরোধিতা করে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট টুইটে জানান, ‘‘কৌটোর দুধের সুবিধা থেকে মহিলাদের বঞ্চিত করায় আমরা বিশ্বাসী নই। অপুষ্টি এবং দারিদ্রের কারণে অনেক মহিলারই এই সুবিধা দরকার।’’ আমেরিকার এই অবস্থানে বিস্মিত হন রাষ্ট্রপুঞ্জের বৈঠকে আসা বিদেশি প্রতিনিধিরাও।

Breastfeeding Model Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy