গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি হানায় শুক্রবার রাত থেকে এখনও পর্যন্ত অন্তত ১৪৬ জন প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও অনেকে। শনিবার গাজ়ার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। গত বৃহস্পতিবার থেকে আকাশপথে গাজ়ায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েলি বাহিনী। বৃহস্পতিবার রাতে নাগাড়ে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর শুক্রবার ১৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
উত্তর গাজ়ায় মারওয়ান-আল্-সুলতান শহরের এক হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, মধ্যরাত থেকে হাসপাতালে ৫৮ জনের দেহ এসে পৌঁছেছে। তবে আরও অনেকের দেহ ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারে বসে আশঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে এক বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে। গাজ়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইজ়রায়েলি হানায় প্রায় ৪৫০ জন জখম হয়েছেন।
ইজ়রায়েল এবং প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধে প্রতি দিনই ক্ষতবিক্ষত হচ্ছে গাজ়া ভূখণ্ড। প্রায় দেড় বছর ধরে বিধ্বস্ত অবস্থা হয়ে রয়েছে গাজ়ার। প্রথম দফার সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে গাজ়ায় ফের সামরিক অভিযান শুরু করেছে ইজ়রায়েল। গত ৫ মে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেন, হামাসের বিরুদ্ধে আরও তীব্র আক্রমণের পরিকল্পনা করছে ইজ়রায়েলি বাহিনী। শুক্রবার ইজ়রায়েলি বাহিনী গাজ়ার উত্তর প্রান্তে বেইত লাহিয়া এবং জাবালিয়া শহরে হামলা চালিয়েছিল। তার পরে গাজ়াবাসী দক্ষিণের শহরগুলির দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও গাজ়ার সাধারণ বাসিন্দাদের অভিযোগ, দক্ষিণ প্রান্তের শহর খান ইউনূসের দিকেও ইজ়রায়েলি ট্যাঙ্ক অগ্রসর হচ্ছে।
আরও পড়ুন:
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক দিন ধরেই পশ্চিম এশিয়ার এই সংঘাত থামানোর চেষ্টা করছেন। পশ্চিম এশিয়ায় আমেরিকার অন্যতম ‘বন্ধুরাষ্ট্র’ ইজ়রায়েল। তবে ট্রাম্পের সাম্প্রতিক পশ্চিম এশিয়া সফরে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশগুলি থাকলেও তাঁর সফরসূচিতে ইজ়রায়েল ছিল না। অনেকেই অনুমান করছিলেন ট্রাম্পের পশ্চিম এশিয়া সফরের সময়ে ইজ়রায়েল-হামাস সংঘর্ষবিরতিতে কোনও দিশা মিলতে পারে। তবে এখনও পর্যন্ত তেমন কিছু ঘটেনি।