কিছু সংশয় আর প্রচুর করতালির মধ্য দিয়ে আজ ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইউনূসের কথায়, জাতির বুকে নতুন আশা জাগাতে চলেছে এই সনদ।
আজ স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও বৃষ্টি ও বিক্ষোভের কারণে খানিক দেরি হয়। বিকেল সাড়ে ৪টের দিকে ঢাকায় জাতীয় সংসদ ভবনের অনুষ্ঠানস্থলে আসেন ইউনূস। সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। সনদে স্বাক্ষর করেছেন আলী রীয়াজ-সহ কমিশনের সদস্যেরা। স্বাক্ষর করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি, গণসংহতি আন্দোলন-সহ বিভিন্ন দলের নেতারা। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করেনি। এ ছাড়া সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ স্বাক্ষর করেনি। সংবাদমাধ্যম সূত্রের খবর, আজ অনুষ্ঠান শুরুর আগে বেলা ১টা নাগাদ একদল লোক নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে সনদে বিভিন্ন দাবিদাওয়ার কথা তুলে অনুষ্ঠানস্থলে অবস্থান-বিক্ষোভ দেখান। পুলিশ তাঁদের তুলতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ইট ছোড়া, আগুন লাগানোর মতো ঘটনা ঘটে। শেষে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা পরিষদের সদস্যেরা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরাও। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘‘খুব ভাল সনদহতে চলেছে। এখানে কিছু কিছু ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) আছে। এখন এই ভিন্ন মতগুলি কী ভাবে মিটিয়ে ফেলা যাবে, যাঁরা আজকে স্বাক্ষর করছেন না, তাঁরা কেমন করে সম্পৃক্ত হবেন—ভবিষ্যতে সেটা নিয়েভাবা যাবে।’’
আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা শিশির মনির বলেন, ‘‘জুলাই যোদ্ধারা তিনটি দাবি উত্থাপন করেছে। সেগুলি নিয়ে আমরা কথা বলেছি, কমিশনের সঙ্গে কথা বলেছি। ...তাদের দাবি মেনে নিয়ে ইতিমধ্যে জুলাই সনদে পরিবর্তন করেছে কমিশন। তাদের আর কোনও উদ্বেগ থাকার কথা নয়।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)