দিন কয়েক আগে বলেছিলেন তিনি লস্কর-ই-তৈবার খুব বড় সমর্থক। পাশাপাশি, জামাত-উদ-দাওয়ার প্রতিও নিজের সমর্থনের কথা জানিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। আর এ বার আরও এক কদম এ গিয়ে এই দুই জঙ্গি সংগঠনকে ‘দেশপ্রেমী’ বলে উল্লেখ করলেন তিনি।
শুধু এই দুই জঙ্গি সংগঠনকে দেশপ্রেমী বলেই ক্ষান্ত হননি প্রাক্তন পাক প্রেসিডেন্ট। পাকিস্তানের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য এই দুই সংগঠনের জোট গড়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এ কাজে দরকারে হস্তক্ষেপ করতে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি।
লস্কর-ই-তৈবা এবং জামাত-উদ-দাওয়ার প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে মুশারফের দাবি, লস্করও তাঁকে পছন্দ।