আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের ঠেকাতে মুসলিমরাই হয়ে উঠলেন ডেমোক্র্যাটদের ‘ট্রাম্প-কার্ড’!
ডোনাল্ড ট্রাম্পের তীব্র মুসলিম-বিদ্বেষের জবাবে ডেমোক্র্যাটরা এখন বার্তা দিতে চাইছেন, আমেরিকাকে শুধু খানখান করতেই জন্ম হয়নি ‘খান’দের! তাঁরা অন্য দেশ থেকে ‘অভিবাসী’ হয়ে এলেও, আমেরিকাকেই ভালবাসেন। ভালবেসেছেন। আমেরিকার জন্য আত্মত্যাগ করেছেন। করেছেন স্বার্থত্যাগও।
‘মাই নেম ইজ খান অ্যান্ড আই অ্যাম আমেরিকান পেট্রিয়ট।’ একটি মুসলিম পরিবারের এই বক্তব্যকেই এ বার তাদের প্রচারে ‘তুরুপের তাস’ বানাল ডেমোক্র্যাটিক পার্টি। সেই মুসলিম পরিবারের বক্তব্যই হয়ে গেল ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচারের অন্যতম স্লোগান।