সিগারেট-চুরুট খাওয়া এবং বিক্রির উপর কোনও নিষেধাজ্ঞা থাকছে না। তবে ধূমপায়ীদের উপর কিছু বিধিনিষেধ বলবৎ করতে চলেছে ফ্রান্সের সরকার। আগামী ১ জুলাই থেকে তা কার্যকর হবে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফ্রান্সের স্বাস্ত্য ও পরিবারকল্যাণ বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ভত্রাঁ শুক্রবার জানিয়েছেন, সে দেশের সমস্ত সমুদ্রসৈকত, পার্ক ও উন্মুক্ত উদ্যান, স্কুলের বাইরের এলাকা, বাসস্টপ এবং স্টেডিয়াম চত্বর কঠোর ভাবে ‘ধূমপান নিষেধ’ এলাকায় পরিণত করা হবে।
আরও পড়ুন:
বর্তমানে ওই এলাকাগুলিতে ধূমপায়ীদের জন্য নির্দিষ্ট অঞ্চল থাকলেও তা তুলে দেওয়া হবে। নিয়ম ভাঙলে ১৩৫ ইউরো (১৩ হাজার টাকারো বেশি) জরিমানা গুনতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। ফ্রান্সে প্রতি বছর তামাকজনিত রোগে ৭৫ হাজারের বেশি ধূমপায়ী মারা যান, দেশটিতে যা মোট মৃত্যুর ১৩ শতাংশ। সে দেশের রেস্তোরাঁ ও নাইটক্লাবে ধূমপানে ২০০৮ সালে বিধিনিষেধ জারি করা হয়েছিল। কিন্তু পানশালা এবং ক্যাফেতে ধূমপানের অনুমতি রয়েছে।