Advertisement
E-Paper

বর্ষবরণের কাউন্ডডাউন শুরু ভারতে, নতুন বছরকে স্বাগত জানাল সামোয়া-নিউজিল্যান্ড

ভারতীয় সময় সাড়ে ৪টে নাগাদ নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৭:২৮
অকল্যান্ডের স্কাই টাওয়ারের উপর আতসবাজির রোশনাই। ছবি: এএনআই।

অকল্যান্ডের স্কাই টাওয়ারের উপর আতসবাজির রোশনাই। ছবি: এএনআই।

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বর্ষবরণে মাতবেন দেশবাসী। তবে পৃথিবীর বেশ কিছু দেশে ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে।

নতুন বছর ২০১৯-কে সর্বপ্রথম স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত ছোট্ট দেশ সামোয়া। ভারতীয় সময় দুপুর ৩টে বেজে ৩৫ মিনিট নাগাদ নতুন বছরকে স্বাগত জানায় তারা। তার পর পালা আসে নিউজিল্যান্ডের।

ভারতীয় সময় সাড়ে ৪টে নাগাদ নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। দূষণের কথা মাথায় রেখে আতস ও শব্দবাজি নিষিদ্ধ করার প্রস্তাব উঠেছিল সেখানে। তবে ঘড়ির কাঁটা রাত ১২টা স্পর্শ করতেই সে সব বিধিনিষেধের কথা ভুলে যান সকলে।

অকল্যান্ডের বর্ষবরণ।

আরও পড়ুন: আইসিসি-র বর্ষসেরা মহিলা ক্রিকেটার হলেন স্মৃতি মন্ধানা

আরও পড়ুন: পরকীয়া মানেই গুজগুজ নয়, সম্মানেরও হতে পারে, বললেন কৌশিক​

আগে থাকতেই রকমারি আলোতে সাজানো হয়েছিল স্কাই টাওয়ার এবং হারবার ব্রিজ। তার উপর দিয়ে গোটা অকল্যান্ডের আকাশ ছেয়ে যায় আতসবাজির রোশনাইয়ে। ব্রিজ সংলগ্ন একটি পার্কে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের ব্যবস্থা হয়েছে। সেখানে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে মানুষ।

New Year 2019 New Year Celebrations New year's eve Auckland Samoa Festival
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy