নিউ ইয়র্কে আবার বাড়তে শুরু করেছে কোভিড সংক্রমণ। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, তাই আগেভাগেই শহরবাসীকে সতর্ক করল প্রশাসন। গত কয়েক সপ্তাহে হঠাৎ করেই সংক্রমণের মাত্রা মাঝামাঝি থেকে উচ্চ পর্যায়ে পৌঁছেছে। আর তাতেই উদ্বেগ বেড়েছে প্রশাসনের।
শহরের স্বাস্থ্য কমিশনার চিকিৎসক অশ্বিন ভাসান বলেন, “কোভিড সংক্রমণ যে হারে বাড়তে শুরু করেছে শহরে। আগের মতো পরিস্থিতির মুখোমুখি যাতে না হতে হয়, তাই এখন থেকেই আমাদের আরও বেশি সতর্ক এবং সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে।” তাই সংক্রমণ থেকে বাঁচতে আবার মাস্ক পরা শুরু করতে হবে। ভিড় এলাকা এড়াতে হবে। প্রয়োজনের ঘরের ভিতরেও মাস্ক পরে থাকতে হবে বলেও পরামর্শ দিয়েছে প্রশাসন।