Advertisement
E-Paper

ধ্বংসনগরী

ক্যামেরা নিয়ে তৈরিই ছিল আশিস প্রাসাই এবং আকাশ সেদাই। রাস্তায় কোনও অচেনা পথচারীকে বোকা বানিয়ে তাঁর অভিব্যক্তি রেকর্ড করে তাঁদের দল ‘দ্য নেপালি প্র্যাঙ্কস্টারস’। কিন্তু ক্যামেরা চালু হতে না হতেই কেঁপে উঠল মাটি। মুহূর্তে বদলে গেল দৃশ্য। চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একের পর এক বহুতল।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৫ ০৩:০১

ধ্বংসের ছবি

ক্যামেরা নিয়ে তৈরিই ছিল আশিস প্রাসাই এবং আকাশ সেদাই। রাস্তায় কোনও অচেনা পথচারীকে বোকা বানিয়ে তাঁর অভিব্যক্তি রেকর্ড করে তাঁদের দল ‘দ্য নেপালি প্র্যাঙ্কস্টারস’। কিন্তু ক্যামেরা চালু হতে না হতেই কেঁপে উঠল মাটি। মুহূর্তে বদলে গেল দৃশ্য। চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একের পর এক বহুতল। ওয়েব কমেডির জন্য শ্যুটিং বন্ধ করে সেই দৃশ্যই ১৮ মিনিটের একটি ভিডিওতে ধরে রাখল দলটি। ২৫ এপ্রিল ভুমিকম্পের দিন তারা ইউটিউবে পোস্ট করেছে সেটি।

ফিরল ৩ শিশু

নেপাল থেকে উদ্ধার করা হল এক ইজরায়েলি দম্পতি এবং তিন সদ্যোজাতকে। সমকামী দম্পতিদের গর্ভ ভাড়া দেওয়ার জন্য গত কয়েক বছর ধরেই জনপ্রিয় হয়ে উঠছে দেশটি। গত কয়েক সপ্তাহে ২৬ জন ইজরায়েলি শিশুর জন্ম হয়েছে এই পদ্ধতিতে। তাদের মধ্যে ছিল এই তিন শিশুও। সোমবার আরও কয়েক জন আহত ইজরায়েলি নাগরিকের সঙ্গে বিমানে নিজের দেশে ফেরানো হয়েছে তাদের। ইজরায়েল সরকার জানিয়েছে, মোট ২৬ জন শিশুকেই ফিরিয়ে আনার পরিকল্পনা করছে তারা।

ধ্বংস-নিজস্বী

পিছনে ঐতিহ্যবাহী ধরহরা মিনার। যদিও শনিবারের ভূকম্পের পর তা লাল ইটের স্তূপ ছাড়া অন্য কিছুই না। সামনে দাঁড়িয়ে একগাল হেসে নিজস্বী তুলছেন এক যুবক। এক জন নয়, ভূমিকম্পের পর এ রকম একাধিক মানুষকে ছড়িয়ে-ছিটিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে মিনার চত্বরে। সেখানে উদ্ধার কাজে গিয়ে এই কাণ্ড দেখে চোখ কপালে পবন থাপার। পবনের ক্ষোভ, যাঁরা ছবি তুলছেন তাঁরা কেউ পর্যটক নন। নেপালেরই বাসিন্দা। নিজের দেশের এই বিপুল ক্ষতিকেও নিজস্বীর বিষয় বানিয়ে চূড়ান্ত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন তাঁরা।

অক্ষত পশুপতিনাথ

ভূমিকম্পের ভয়াবহ ধ্বংসলীলার মধ্যেও অক্ষত অবস্থায় মাথা তুলে রয়েছে পশুপতিনাথ মন্দির। নেপালে ইউনেস্কো স্বীকৃত সাতটি ঐতিহ্যবাহী নিদর্শনের মধ্যে রয়েছে কাঠমান্ডুর এই প্রাচীনতম মন্দিরটি। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, ইমারতের গায়ে একটি চিড়ও ধরেনি। তাঁরা বারবার পরীক্ষা করে দেখেছেন। মন্দিরে আশ্রয় নেওয়া এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘‘আমরা মন্দির ছেড়ে কোথাও যাচ্ছি না। এই বিপদের মুহূর্তে এর চেয়ে নিরাপদ জায়গা আর নেই।’’

বিমান বাতিল

ভূমিকম্প-বিধ্বস্ত নেপাল থেকে দুর্গতদের উদ্ধার করতে এয়ার ইন্ডিয়ার দিল্লি-খাজুরাহো বিমান বাতিল করে তা পাঠানো হল কাঠমান্ডুতে। বিমান সংস্থাটির স্টেশন ম্যানেজার অনুপম ভট্ট বলেছেন, ‘‘খাজুরাহোগামী বিমান বাতিল করে তা দিল্লি থেকে কাঠমান্ডু পাঠানো হচ্ছে।’’ যে যাত্রীরা টিকিট কেটে ফেলেছিলেন তাঁদের জন্য অন্য বিমানে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। যাত্রী তালিকায় রয়েছেন প্রযোজক রমেশ সিপ্পিও।

মৃত কোরিওগ্রাফার

ভূকম্পের আগের দিনই শ্যুটিং করতে নেপালে গিয়েছিলেন তেলুগু ছবির কোরিওগ্রাফার বিজয়। বৃষ্টি এবং ফের কম্পনে সোমবার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। ছবির এক অভিনেতা জানিয়েছেন, বাকি কলাকুশলীদের সঙ্গে কাঠমান্ডু থেকে পোখরা ফিরছিলেন বছর একুশের বিজয়। রাত ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কম-বেশি আঘাত পেলেও বাকিরা সুস্থ বয়েছেন।

সন্ধানী অ্যাপ

নেপালের ভূমিকম্পে নিখোঁজদের সন্ধানে অ্যাপ চালু করল গুগ্‌ল এবং ফেসবুক। গুগ্‌লের ‘নিখোঁজ অনুসন্ধান’ (পার্সন ফাইন্ডার) অ্যাপটির লিঙ্ক দেওয়া রয়েছে তাদের হোমপেজে (www.google.com.np)। ওয়েবসাইটির দাবি, তাদের সংগ্রহে রয়েছে ৩৫০০ জনের তথ্য। ‘আই অ্যাম লুকিং ফর সামওয়ান’ — বোতাম টিপে সেখান থেকে কোনও ব্যক্তির খোঁজ পাওয়া সম্ভব। আর না পেলে নিখোঁজ ব্যক্তির নাম রেকর্ড করা যাবে সেখানে। সে রকমই কারোর সম্পর্কে কোনও তথ্য থাকলে তাও ছবি-সহ আপলোড করা যাবে। ফেসবুকেরও রয়েছে ‘সেফটি চেক’ অ্যাপ। যার সাহায্যে প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়লে পরিবারকে জানানো যাবে খবরাখবর।

নেপালে আটকে

পর্যটক-সহ একশো জনের বেশি কেরলের বাসিন্দা আটকে পড়েছেন নেপালে। মুখ্যমন্ত্রী উমেন চান্ডি জানিয়েছেন, তাঁদের ফিরিয়ে আনতে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অন্য দিকে ভারতের অনূর্ধ্ব ১৪ মহিলা ফুটবল দলের চার সদস্য সোমবারই নেপাল থেকে দেশে ফিরেছ।

Nepal earthquake Lalitpur Kathmandu Airport Aftershock India Camera pashupatinath
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy