কোনও গাড়ি নেই, রাস্তা নেই। স্বাভাবিক ভাবেই থাকবে না দূষণও। এমনই এক শহর তৈরি করতে চলেছে সৌদি আরব। রবিবার সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের এই ঘোষণার পরেই বিশ্ব জুড়ে এই শহর নিয়ে কৌতূহল তুঙ্গে। প্রায় ২৬ হাজার ৫০০ বর্গকিলোমিটার জুড়ে তৈরি হবে এই শহর। লোকসংখ্যা হবে ১০ লক্ষের মতো।
২০১৭ সালে সৌদি সরকার ‘নিয়োম’ প্রকল্পের ঘোষণা করে। এই প্রকল্পেই নতুন শহর তৈরির ঘোষণা হয়েছিল। কিন্তু নানা জটিলতায় সেই প্রকল্প এত কাল দিনের আলো দেখেনি। তবে এ বার শুরু হচ্ছে নির্মাণ কাজ। সলমন ঘোষণা করেছেন, ‘নিয়োম’ প্রকল্পের অধীনে সৌদি আরবের উত্তর পশ্চিমে লোহিত সাগরের তটবর্তী এলাকায় গড়ে উঠবে এই ‘ভবিষ্যতের শহর’। তিনি বলেন, ‘‘শহরে থাকবে না কোনও যানবাহন, কোনও রাস্তা এবং কোনও কার্বন নির্গমণ।’’ অর্থাৎ গড়ে তোলা হবে প্রাকৃতিক পরিবেশে দূষণহীন এক শহর।
শহরের নাম দেওয়া হয়েছে ‘দ্য লাইন’। সলমন বলেন, ‘‘গতানুগতিক শহরের ধারণাকে পাল্টে আমাদের উচিত ভবিষ্যতের কথা ভাবা।’’ আর সেই ভবিষ্যতের ভাবনাতেই দূষণমুক্ত শহর তৈরির উদ্যোগ। মার্চ মাস থেকেই শুরু হচ্ছে নির্মাণ, জানিয়েছেন সৌদি যুবরাজ।