Advertisement
E-Paper

জাপানের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, তীব্র প্রতিক্রিয়া টোকিওর

ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। স্বল্পপাল্লার কোরীয় ক্ষেপণাস্ত্র ফের আঘাত হানল জাপানের ‘এক্সক্লুসিভ ইকনমিক জোন’-এ। এই নিয়ে গত তিন সপ্তাহে তিন বার ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং-উনের বাহিনী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মে ২০১৭ ১৭:৪৩
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ২৮০ কিলোমিটার উড়ে গিয়ে আঘাত হেনেছে জাপানের এক্সক্লুসিভ ইকনমিক জোনে। ছবি: এএফপি।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ২৮০ কিলোমিটার উড়ে গিয়ে আঘাত হেনেছে জাপানের এক্সক্লুসিভ ইকনমিক জোনে। ছবি: এএফপি।

ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। স্বল্পপাল্লার কোরীয় ক্ষেপণাস্ত্র ফের আঘাত হানল জাপানের ‘এক্সক্লুসিভ ইকনমিক জোন’-এ। এই নিয়ে গত তিন সপ্তাহে তিন বার ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং-উনের বাহিনী। জাপান এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রবল সমালোচনা করেছে। উত্তর কোরিয়ার তরফ থেকে আসা এই প্ররোচনার মোকাবিলায় আমেরিকাকে সঙ্গে নিয়েই এগোবে জাপান। জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। উত্তর কোরিয়ার প্রতিটি গতিবিধির উপর নজর রাখা হচ্ছে বলে মার্কিন নৌসেনার তরফে জানানো হয়েছে।

উত্তর কোরিয়া সোমবার যে ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে, সেটি স্বল্পপাল্লার। উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের ওয়নসানের কাছে অবস্থিত একটি এয়ারফিল্ড থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ২৮০ কিলোমিটার উড়ে গিয়ে জাপান সাগরে আঘাত হানে সেটি। সমুদ্রের যে অংশে ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে, সেটি জাপানের নিজস্ব অর্থনৈতিক জলসীমা। চলতি বছরেই আরও এক বার এই রকম ঘটনাই উত্তর কোরিয়া ঘটিয়েছিল। সে বার একই দিনে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল জাপানের এক্সক্লুসিভ ইকনমিক জোনের মধ্যে। জাপান তাতে তীব্র প্রতিক্রিয়া জানায়। কিন্তু সে সব প্রতিক্রিয়া অগ্রাহ্য করে সোমবার আবার তেমনই ঘটনা ঘটাল কিম জং-উনের বাহিনী।

উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছোড়ার পরেই জাপানের তরফ থেকে আপৎকালীন সাংবাদিক সম্মেলন ডাকা হয়। জাপান সরকারের চিফ ক্যাবিনেট সেক্রেটারি য়োশিহিদে সুগা সেই সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ জাপানের এয়ারক্র্যাফ্ট এবং জাহাজগুলির জন্য অত্যন্ত বিপজ্জনক।’’ জাপানের অর্থনৈতিক জলসীমায় আঘাত হেনে উত্তর কোরিয়া রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নির্দেশিকা লঙ্ঘন করেছে বলেও সুগা মন্তব্য করেছেন।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণে কিম জং-উন নিজেই। তাঁর সাড়ে পাঁচ বছরের শাসন কালে উত্তর কোরিয়া অন্তত ৭৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ছবি: রয়টার্স।

উত্তর কোরিয়া যখন এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তখন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ইতালি সফরে ছিলেন। আবে স্পষ্ট জানিয়েছেন, উত্তর কোরিয়ার মোকাবিলায় এ বার আমেরিকাকে সঙ্গে নিয়েই তিনি এগোবেন। উত্তর কোরিয়া যে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশদে জানানো হয়েছে বলে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউসও। মার্কিন নৌসেনার প্যাসিফিক কম্যান্ডের তরফে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের দিকে সতর্ক নজর রাখা হয়েছিল। জাপান সাগরে আঘাত হানার আগে ৬ মিনিট ধরে ক্ষেপণাস্ত্রটিকে নজরে রাখা হয়েছিল বলে মার্কিন নৌসেনা জানিয়েছে। উত্তর কোরিয়ার প্রতিটি পদক্ষেপের দিকেই নজর রাখছে প্যাসিফিক কম্যান্ড, জানিয়েছে মার্কিন নৌসেনা।

আরও পড়ুন: অরুণাচলে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চিনা ফৌজের, দেখুন ভিডিও

শুধু জাপান এবং আমেরিকা নয়, দক্ষিণ কোরিয়াও এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে অত্যন্ত উদ্বিগ্ন। কিমের ক্ষেপণাস্ত্র জাপান সাগরে আঘাত হেনেছে জেনেই নিজের দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। সোল জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার বাহিনী যে কোনও পরিস্থিতির মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।

সোমবারের উৎক্ষেপণকে ধরে গত এক বছরে অন্তত ১২টি ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম জং-উন। কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি গণবিধ্বংসী অস্ত্রশস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ চালিয়ে যাচ্ছেন। রবিবারই মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস উত্তর কোরিয়াকে কঠোর সতর্কবার্তা দিয়েছিলেন। যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে তিনি মন্তব্য করেছিলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার যুদ্ধ সম্ভবত ‘বহু মানুষের কাছে জীবদ্দশায় দেখা সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হবে।’ তার পর দিনই জাপানের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল কিমের বাহিনী। সাড়ে পাঁচ বছরের শাসন কালে ৭৮ বার ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম জং-উন। তাঁর বাবা তথা উত্তর কোরিয়ার পূর্বতন শাসক কিম জং-ইলও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্রশস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গিয়েছিলেন। কিন্তু ইলের ১৭ বছরের শাসনকালে উত্তর কোরিয়া ১৬টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তার তিন ভাগের এক ভাগ সময়েই প্রায় পাঁচ গুণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন কিম জং-উন।

North Korea Kim Jong-Un Missile Japan USA South Korea উত্তর কোরিয়া কিম জং-উন জাপান আমেরিকা দক্ষিণ কোরিয়া
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy