ঘরের ছেলে এত দিনে ঘরে আসছে। দূর আমেরিকায় প্রেসিডেন্ট হওয়ার আগে বহুবার তিনি বলেছিলেন, ‘কথা দিচ্ছি, বাবার স্বপ্নপূরণ করব।’ কিন্তু দু’বারের প্রেসিডেন্ট জমানায় একবারও ‘দেশে’ আসেননি। খোঁজ নিয়েও দেখেননি তাঁর বাবার গ্রামটা কেমন আছে!
কোগেলো। কেনিয়ার ছোট্ট একটা গ্রাম। এই গ্রামেই কবর দেওয়া হয়েছিল বারাকের বাবাকে। নির্বাচনের আগে আফ্রিকান-শিকড়ের কথা বারবার বলেছিলেন ওবামা। কিন্তু প্রায় সাত বছর কেটে গিয়েছে। তিনি এখানে আসেননি। এ বার জানা গিয়েছে, এ মাসেই কেনিয়া আসছেন ওবামা। কোগেলো নিয়ে এখনও কিছু বলেননি। তবু আশা ছাড়ছে না তাঁর গ্রাম।