বাড়ির বেসমেন্টে ছিলেন ‘অতিথি’। কিন্তু তাকে রাখার কোনও অনুমতিই ছিল না গৃহকর্তার। ফলে ‘অতিথি’র উপর নজর যায় পুলিশের। শেষ পর্যন্ত অতিথিকে পুলিশের হাতে তুলে দিতে হল গৃহকর্তাকে। এমনই এক ঘটনা সামনে এলওহায়ো পুলিশের ফেসবুক পোস্টে।
আমেরিকার ওহায়ো-র ম্যাডিসন টাউনশিপ থানার তরফে ২৮ ফেব্রুয়ারি একটি ফেসবুক পোস্ট করা হয়। সেখানে মজা করে লেখা হয়, “পুলিশকে এমন অনেক কিছু করতে হয়, যা তাদের অ্যাকাডেমিতে শেখানো হয় না।” আসলে স্থানীয় এক বাসিন্দার বাড়ির বেসমেন্টে রাখা ছিল একটি কুমির। কিন্তু ওই ব্যক্তির কাছে কুমির রাখার কোনও অনুমতি ছিল না। ওহায়ো কৃষি দফতর বিষয়টি জানতে পেরে পুলিশকে ব্যবস্থা নিতে বলে।
গৃহকর্তার বাড়ি পৌঁছে যায় পুলিশ। কিন্তু যাঁদের চোর ডাকাত ধরার কাজ তাদের তো আর কুমির ধরার প্রশিক্ষণ হয় না। সেই কথা উল্লেখ করা হয়েছে ফেসবুক পোস্টে। তবে পুলিশ সেখানে পৌঁছতে গৃহকর্তা স্বেচ্ছায় কুমিরটি পুলিশের হাতে তুলে দেন বলেও জানানো হয়েছে ফেসবুক পোস্টে।