বাংলাদেশে এক সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে ও গলা কেটে খুনের অভিযোগ উঠল। যশোরের মনিরামপুরের একটি বাজারে রানাপ্রতাপ বৈরাগী নামে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অন্য দিকে, ঝিনাইদহে এক বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, মহিলাকে গাছে বেঁধে চুল কেটে নির্যাতন করা হয়েছে। চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, সোমবার সন্ধ্যায় মনিরামপুরের কপালিয়া বাজার এলাকায় ছিলেন ৪৫ বছরের রানাপ্রতাপ। তাঁকে কাছের একটি গলিতে ডেকে নিয়ে যান তিন জন। সেখানে তাঁর মাথা লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ‘প্রথম আলো’-র প্রতিবেদন বলছে, তাঁর একটি বরফকল ছিল। পাশাপাশি, ‘দৈনিক বিডি খবর’ নামের একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন তিনি। তাঁর খুনের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত ওসি রজিউল্লাহ খান জানান, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গত মাসে ঢাকায় গুলিবিদ্ধ হন তরুণ নেতা শরিফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তার পরেই উত্তপ্ত হয় বাংলাদেশ।
অন্য দিকে, ঝিনাইদহের কালীগঞ্জে ৪৪ বছরের এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুসারে নির্যাতিতা ওই এলাকাতেই ১০ বছরের পুত্রের সঙ্গে বসবাস করেন। তাঁর স্বামী মারা গিয়েছেন। দু’বছর আগে অভিযুক্তদের এক জনের ভাইয়ের থেকে বাড়িটি কিনেছিলেন তিনি। সেখানেই থাকতেন পুত্রের সঙ্গে। শনিবার তাঁর বাড়িতে আত্মীয়েরা এসেছিলেন। অভিযোগ, বাড়িতে কারা এসেছেন দেখার নাম করে ঘরে প্রবেশ করেন দুই অভিযুক্ত। তার পরে আত্মীয়দের এক ঘরে আটকে মহিলাকে গণধর্ষণ করেন বলে অভিযোগ। পরে তাঁকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে ভিডিয়ো তোলা হয়। নির্যাতিতাকে গাছে বেঁধে চুল কেটে নির্যাতন করা হয় বলেও অভিযোগ। সোমবার কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি তিন জনের খোঁজ চলছে।