Advertisement
০১ এপ্রিল ২০২৩
Economic Crisis in Pakistan

পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কট আরও গভীর, ডলারের নিরিখে পাক মুদ্রার দাম তলানিতে

স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান জানিয়েছে, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার টাকার পতন হয়েছে ২.৭৩ শতাংশ।

শুক্রবার এক ডলারের দাম পাকিস্তানি মুদ্রায় ২৬২.৬ টাকা।

শুক্রবার এক ডলারের দাম পাকিস্তানি মুদ্রায় ২৬২.৬ টাকা। ছবি: প্রতীকী

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ২২:৫৭
Share: Save:

পাকিস্তানের আর্থিক সঙ্কট দিনে দিনে বাড়ছে। ডলারের নিরিখে পাকিস্তানি মুদ্রার মূল্যে পতন। শুক্রবার এক ডলারের দাম পাকিস্তানি মুদ্রায় ২৬২.৬ টাকা। সকালে ডলারের নিরিখে পাকিস্তানি মুদ্রার দামে আরও পতন হয়েছিল। এক ডলারের মূল্য ছিল তখন ২৬৫ পাকিস্তানি টাকা। বিকেলে সেই মুদ্রার মূল্য সামান্য বাড়ে।

Advertisement

স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান জানিয়েছে, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার টাকার পতন হয়েছে ২.৭৩ শতাংশ।

দীর্ঘ দিন ধরেই আর্থিক সঙ্কটে ভুগছে পাকিস্তান। গত বছর আন্তর্জাতিক অর্থভান্ডারের কাছ থেকে ৬০০ কোটি ডলার ঋণ পেয়েছিল। গত আগস্টেও ইসলামাবাদকে মোটা অঙ্কের ঋণ দিয়েছিল অর্থভান্ডার। কিন্তু আমেরিকার এই সংস্থা এ বার পাকিস্তানকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তাদের দেওয়া শর্ত পূরণ করতে না পারলে নতুন করে কোনও ঋণ দেওয়া হবে না। অভিযোগ, পাকিস্তানের বর্তমান শাসক অর্থভান্ডারের শর্ত পূরণে আগ্রহ না দেখিয়ে কেবল ঋণ পেতে উৎসাহী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.