Advertisement
E-Paper

বালোচিস্তানে ট্রেন অপহরণ নিয়ে পাক রাজনীতিতে চাপানউতর! প্রতিরক্ষামন্ত্রী দুষলেন ইমরানকে

পিটিআইয়ের সহযোগী মুত্তাহিদা মজলিস-ই-আমলের প্রধান মৌলানা ফজ়ল-উর-রহমান সম্প্রতি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বালোচিস্তান নীতির সমালোচনা করে সেখানে পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছিলেন।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৬:০২
Share
Save

দেড় দিনের টানটান উত্তেজনার পর বুধবার রাতে আনুষ্ঠানিক ভাবে বালোচিস্তানে বিদ্রোহীদের কব্জায় থাকা ট্রেনের পণবন্দি উদ্ধার অভিযানে ইতি টেনেছে পাক সেনা। আর বৃহস্পতিবার সকাল থেকেই সে দেশে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার অভিযোগ করেন, বালোচিস্তানে জাফর এক্সপ্রেস অপহরণ ও পণবন্দি মৃত্যুর ঘটনা নিয়ে বিরোধীরা রাজনীতি করছে। বিশেষ ভাবে তাঁর নিশানায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পাক পার্লামেন্টে সেনার পণবন্দি মুক্তি অভিযান সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, ‘‘পিটিআই নেতারা সমাজমাধ্যমে ধারাবাহিক ভাবে জঙ্গিহানার বিষয়টিকে রাজনীতির হাতিয়ার করছেন।’’

ঘটনাচক্রে, পিটিআইয়ের সহযোগী মুত্তাহিদা মজলিস ই-আমল-এর প্রধান মৌলানা ফজ়ল-উর-রহমান সম্প্রতি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের বালোচিস্তান নীতির সমালোচনা করেছিলেন। সেই সঙ্গে আশঙ্কা প্রকাশ করেছিলেন, ‘পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-পাকিস্তান পিপলস পার্টি’ জোটের সরকারের ভুল পদক্ষেপের কারণে বালোচিস্তানের একাংশ পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে পারে। সে সময়ই তাঁর ওই বক্তব্যের কড়া সমালোচনা করেছিল সরকারপক্ষ। কাচ্চি বোলানের মাশকাফ সুড়ঙ্গে বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র ট্রেন অপহরণ এবং ২১ যাত্রীকে খুনের ঘটনার জেরে সেই বিতর্ক নতুন করে মাথাচাড়া দিল।

পাকিস্তান সরকারের দাবি, মঙ্গলবার সকালে বালোচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস বালোচ বিদ্রোহীরা কব্জায় আনার সময় তাতে ৪৪০ জন সওয়ারি ছিলেন। তাঁদের মধ্যে ৩০০ জনেরও বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কিন্তু সেনা বা সরকারের তরফে উদ্ধার করা যাত্রীদের সংখ্যা জানানো হয়নি। একই ভাবে বিতর্ক রয়েছে হতাহতের সংখ্যা নিয়েও। পাক সেনার দাবি, তারা ৩৩ জন বিদ্রোহীকে খতম করেছে। নিহত হয়েছেন ২১ জন রেলযাত্রী এবং আধাসেনা বাহিনী ফ্রন্টিয়ার কোরের চার জন জওয়ান। পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী দলনেতা ওমর আয়ুব খান বৃহস্পতিবার বলেন, ‘‘অতীতে ওই এলাকায় একাধিক বার জঙ্গি হামলা হয়েছে। কিন্তু রেলের সুরক্ষার দিকে সরকার নজর না-দেওয়ার কারণেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হল।’’

Balochistan Balochistan Liberation Army Train Hijacked Imran Khan Pakistan National Assembly PTI Pakistan PAkistan Army Shehbaz Sharif

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}