নিজের দেশের সেনাবাহিনীর প্রশংসা করার জন্য পার্লামেন্টে ভুয়ো প্রতিবেদন দেখান পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশাক দার। তাঁর এই ‘কীর্তি’র কথা ফাঁস করল সে দেশেরই সংবাদমাধ্যম ‘ডন’। তারা বিষয়টি খতিয়ে দেখে জানিয়ে দিল, দার যে প্রতিবেদন পার্লামেন্টে তুলে ধরেছিলেন, তা আসলে ‘ভুয়ো’।
বৃহস্পতিবার পার্লামেন্টে নিজের দেশের সেনাবাহিনীর প্রশংসা করেন দার। তা করতে গিয়েই ব্রিটেনের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’-এর একটি প্রতিবেদন তুলে ধরেন। তার শিরোনাম ছিল— ‘পাকিস্তান বায়ুসেনা: আকাশের অবিসংবাদিত রাজা’। দারের পেশ করা ওই প্রতিবেদনটি প্রকাশের তারিখ ছিল ১০ মে। সেই প্রতিবেদন উদ্ধৃত করে দার দাবি করেন, পাকিস্তানের বায়ুসেনাকে ‘ভয়ঙ্কর, শ্রদ্ধেয়, দক্ষ’ বলা হয়েছে। দারের হাতে থাকা সেই প্রতিবেদনের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ সেই প্রতিবেদনের সত্যতা যাচাই করে। তারা জানায়, দারের ওই দাবি মিথ্যা। তারা জানায়, ওই প্রতিবেদনের যে ছবি ছড়িয়ে পড়েছে, তাতে ‘অনেক অসঙ্গতি, বানান ভুল, বাক্যের ভুল, ভাষার গন্ডগোল’ চোখে পড়েছে। তার পরেই তারা বলে, ‘‘ব্রিটিশ সংবাদপত্রের ওই ছবি ভুয়ো। সেখানে এই ধরনের কোনও প্রতিবেদন প্রকাশিত হয়নি।’’
এই নিয়ে সমাজমাধ্যমে পোস্ট দিয়েছে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। তারা জানিয়েছে, ‘‘দ্য ডেইলি টেলিগ্রাফ এ ধরনের কোনও প্রতিবেদন প্রকাশ করেনি।’’ পিআইবি এ-ও জানিয়েছে যে, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)-র দ্বারা ওই প্রতিবেদনের ছবি এডিট করা হয়েছে। দারের ওই দাবি ‘ভুয়ো’ বলেও জানিয়েছে পিআইবি।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করতে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারতীয় সেনা। তার পরেই ভারতের সীমান্ত সংলগ্ন এলাকা লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে পাকিস্তান। ভারত তা ব্যর্থ করে। পাকিস্তানের তরফে আসা অনুরোধের পরে ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত। যদিও পাকিস্তান দাবি করে, তারা যুদ্ধবিরতির অনুরোধ করেনি। উল্টে তারা ভারতের কয়েকটি বায়ুসেনাঘাঁটিতে আঘাত হানতে সফল হয়েছে। ভারত স্পষ্টই জানিয়ে দেয়, তাদের সেই চেষ্টা ব্যর্থ করা হয়েছে। এর পরেও পাকিস্তানের বিদেশমন্ত্রী পার্লামেন্টে নিজের দেশের সেনার প্রশংসা করেন। তা করতে গিয়েই এ বার পেশ করেন ভুয়ো প্রতিবেদন। সেই বিষয়টি প্রকাশ করে তাদের দেশের সংবাদমাধ্যমই।