Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Imran Khan

ওসামাকে ‘শহিদ’ বললেন ইমরান

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে পাকিস্তানের বিরোধী দলগুলি।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

ইসলামাবাদ
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২৬ জুন ২০২০ ১৫:৩১
Share: Save:

পার্লামেন্টে দাঁড়িয়ে ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাসেমব্লির এক অধিবেশনে পাক-মার্কিন সম্পর্ক নিয়ে কথা প্রসঙ্গে এই মন্তব্য করেন ইমরান। পাকিস্তানের একটি প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত খবর, ইমরান বলেছেন, ‘‘মার্কিনরা এসে ওসামা বিন লাদেনকে হত্যা করে, তাঁকে শহিদ করেছিল। তার পরে সবাই আমাদেরই অভিশাপ দিচ্ছে।’’ ইমরান মনে করেন, আফগান যুদ্ধে আমেরিকাকে সমর্থন করা সত্ত্বেও পাকিস্তানকে বারবার ‘লজ্জাজনক পরিস্থিতিতে’ পড়তে হয়েছে। আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করার জন্য আমেরিকা যে গোপন অভিযান চালিয়েছিল, তাতে ‘পাকিস্তানের মুখ পুড়েছিল’ বলেও মন্তব্য করেন তিনি। গত বছর সেপ্টেম্বরে আমেরিকা সফরে গিয়েও ইমরান বলেছিলেন, আমেরিকার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের যোগ দেওয়াটা তাঁর দেশের ‘অন্যতম প্রধান ভুল’। কারণ সেই যুদ্ধে অন্তত ৭০ হাজার পাকিস্তানির মৃত্যু হয়েছে। আজ পার্লামেন্টের বক্তৃতায় সেই প্রসঙ্গ ফের তুলে বিন লাদেনকে ‘শহিদ’ বলে উল্লেখ করেন ইমরান।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে পাকিস্তানের বিরোধী দলগুলি। বিরোধী নেতা, পিএমএল-এনের খাজা আসিফ বলেন, ‘‘বিন লাদেনের হাত ধরেই আমাদের দেশে সন্ত্রাসবাদ প্রবেশ করেছিল। আর তাকেই কি না ‘শহিদ’ বলছেন আমাদের প্রধানমন্ত্রী!’’ আর এক বিরোধী দল পিপিপি-র মুখপাত্র মুস্তাফা নওয়াজ় খোক্কর দলীয় বিবৃতিতে বলেছেন, ‘‘ওসামা বিন লাদেনকে শহিদ আখ্যা দিয়ে ইমরান প্রমাণ করলেন যে তিনি নিজেই জাতীয় নিরাপত্তা বিরোধী, তিনি আসলে ‘তালিবান খান’।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Imran Khan Osama Bin Laden Al Qaeda Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE