মাথায় গুঁড়ি-গুঁড়ি ছাঁট। কালো হাতকাটা টি-শার্টের ফাঁক দিয়ে উপচে প়ড়ছে পেশি। গারদে, তবু নির্বিকার!
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা-সহ প্রায় ১৩ জন ডেমোক্র্যাটের ঠিকানায় পার্সেল বোমা পাঠিয়ে আপাতত শ্রীঘরে বছর পঞ্চান্নর সিজ়ার আলিতেরি সেয়ক। গত কাল তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তার নিজস্ব ভ্যান, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘাঁটতে গিয়ে চোখ কপালে উঠল তদন্তকারীদের— বোমা যে সর্বত্র!
কলেজ-ছুট সেয়ক প্রথম জীবনে ছিল নগ্ন-নাচিয়ে। তার পরে অপরাধের দুনিয়া ঘুরতে-ঘুরতে শেষমেশ হয়ে উঠেছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক। পুলিশের দাবি, ডেমোক্র্যাট দেখলেই মাথায় খুন চড়ে যেত সেয়কের। ফেসবুক-টুইটারে তাই শুধুই সে সব পোস্ট। কোথাও ‘মাই প্রেসিডেন্ট’ বলে ট্রাম্প-বন্দনা, তো কোথাও ওবামা-হিলারিদের মুণ্ডপাত! ট্রাম্প নিজে অবশ্য বলেছেন, ‘‘এমন লোকের জন্য কোনও জায়গা নেই।’’