Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Cars

Bizarre: চোরদের জন্য এখানে গাড়ি খোলা রেখে পার্ক করেন চালকরা!

কেন এমন করেন?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
সান ফ্রান্সিসকো শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ১১:৪০
Share: Save:

কোথাও গাড়ি পার্ক করার পর সুরক্ষিত রাখার জন্য লক করে রাখি আমরা। কিন্তু কখনও শুনেছেন পার্ক করার পর গাড়ি লক করা তো দূরে থাক, গাড়ির দরজা, জানলা এমনকি ডিকিও খোলা রেখে চলে যান গাড়ির মালিকরা।
শুনে আশ্চর্য লাগলেও এমনই করেন সান ফ্রান্সিসকো এবং অকল্যান্ডের বাসিন্দারা। গাড়ি চুরির জন্য নয়, বরং আরও সুরক্ষিত রাখার জন্যই তাঁরা এমন করে থাকেন।

কেন এমন করেন? এ প্রসঙ্গে সেখানকার বাসিন্দাদের দাবি, এলাকায় চুরির ঘটনা বিপুল ভাবে বেড়েছে। চোরেরা গাড়ির ভিতরে থাকা জিনিসও চুরি করে নিয়ে যায়। গাড়ি লক করা থাকলে জানলা বা গাড়ির পিছনের কাচ ভেঙে ভিতরে ঢোকে। তা ছাড়া নানা ভাবে গাড়ি ক্ষতিগ্রস্তও করে। তাই গাড়ির ক্ষতি বাঁচাতে দরজা এবং ডিকি খুলে গাড়ি পার্ক করে রাখা শুরু করেছেন তাঁরা। কেননা, গাড়ি পুরো খোলা থাকলে ভিতরে কোনও জিনিস আছে কি না তা সরাসরি দেখতে পাবে চোর। না থাকলে সেই গাড়িকে ক্ষতি হওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব হয় বলে দাবি তাঁদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cars Car Theft San Francisco
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE