Advertisement
E-Paper

ফিলাডেলফিয়ায় লাইনচ্যুত ট্রেন, মৃত ছয় যাত্রী

বাঁক ঘুরতে গিয়ে লাইনচ্যুত হয়ে উল্টে গেল অ্যামট্র্যাকের একটি ট্রেন। ফিলাডেলফিয়ার ওই ভয়াবহ দুর্ঘটনার বলি হয়েছেন অন্তত ৬ জন। আহত হয়েছেন শতাধিক। পুলিশ সূত্রের খবর, গত কাল রাতে প্রায় ২৪৩ জন যাত্রী নিয়ে ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্কের দিকে রওনা হয়েছিল ছয় কামরা ও এক ইঞ্জিনবিশিষ্ট ওই ট্রেনটি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মে ২০১৫ ০৩:০৫

বাঁক ঘুরতে গিয়ে লাইনচ্যুত হয়ে উল্টে গেল অ্যামট্র্যাকের একটি ট্রেন। ফিলাডেলফিয়ার ওই ভয়াবহ দুর্ঘটনার বলি হয়েছেন অন্তত ৬ জন। আহত হয়েছেন শতাধিক।

পুলিশ সূত্রের খবর, গত কাল রাতে প্রায় ২৪৩ জন যাত্রী নিয়ে ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্কের দিকে রওনা হয়েছিল ছয় কামরা ও এক ইঞ্জিনবিশিষ্ট ওই ট্রেনটি। এর কিছু ক্ষণ পরেই বিপত্তির সূত্রপাত। ঠিক সাড়ে ন’টা নাগাদ বাঁক ঘোরার সময় বেলাইন হয়ে উল্টে গেল ট্রেনের সামনের দিকের কিছু কামরা। মুহূর্তের মধ্যে তালগোল পাকিয়ে গেল ওই কামরাগুলি।

এ দিন এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভয়ঙ্কর ঘটনা। দুমড়ে মুচড়ে যাওয়া কামরাগুলি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন রক্তাক্ত যাত্রীরা। তাঁদের আর্ত চিৎকারে ছুটে আসেন আশপাশের এলাকার বাসিন্দারা।

ঘটনার পরেই ওই ট্রেনটির যাত্রীদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন উদ্ধারকারীরা। দুর্ঘটনার অনেক ক্ষণ পরেও ট্রেনটিতে আটকে ছিলেন বহু যাত্রী। সেখান থেকে তাঁদের বার করে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের। তাঁরা জানিয়েছেন, সব যাত্রীকেই বার করে আনা হয়েছে। তবে নিশ্চিত হওয়ার জন্য আজ আরও এক বার তল্লাশি করে দেখা হয়েছে, সেখানে আর কেউ আটকে রয়েছেন কিনা।

ফিলাডেলফিয়ার মেয়র মাইকেল নাটার জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনও অজানা। তবে তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ট্রেন-দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। আহত হয়েছেন প্রায় ৬৫ জন। এঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। জখম যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহতদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ একটি স্থানীয় সংবাদমাধ্যম আবার জানিয়েছে, আহতের সংখ্যা অন্তত ১৪০।

এই গোটা দুর্ঘটনার সাক্ষী মার্কিন কংগ্রেসের এক প্রাক্তন সদস্য, পেনসিলভ্যানিয়ার প্যাট্রিক মারফি। সেই সময় ওই ট্রেনটির পিছনের দিকের কামরায় ছিলেন তিনি। সে কারণেই প্রাণে বেঁচে যান প্যাট্রিক। তবে সামান্য চোট লেগেছে তাঁর।

ওই ট্রেনের শেষ কামরায় থাকা এক যাত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘‘হঠাৎ ঝাঁকুনিতে ছিটকে পড়লাম মাটিতে। আমার সঙ্গে সঙ্গে অন্য যাত্রীদেরও একই অবস্থা। মুহূর্তের মধ্যে বসার জায়গা, লটবহর সব কিছু ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়ল। ঘটনায় আতঙ্কিত যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করে দিয়েছিলেন। চারদিকে একটা বিশৃঙ্খল অবস্থা!’’

আবার, ইউটিউবে ওই দুর্ঘটনার একটি ভিডিও আপলোড করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ট্রেনের যাত্রীরা আতঙ্কে কান্নাকাটিও শুরু করে দিয়েছিলেন। উদ্ধারকারীরা যাত্রীদের হামাগুড়ি দিয়ে কামরাগুলি থেকে বেরিয়ে আসতে বলছেন।

ভয়াবহ ওই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অ্যামট্র্যাক কর্তৃপক্ষ। দুর্ঘটনার কবলে পড়া ওই ট্রেনের যাত্রীদের খোঁজ পেতে একটি সাহায্য কেন্দ্র খোলা হয়েছে। আজ ভোরের দিকে ঘটনাস্থল ঘুরে দেখেন পেনসিলভ্যানিয়ার গভর্নর টম উল্‌ফ। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

গত রবিবারও দুর্ঘটনার কবলে পড়েছিল অ্যামট্র্যাকের আর একটি ট্রেন। নিউ অরলিয়েন্স যাওয়ার পথে একটি ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারে ট্রেনটি। তাতে প্রাণ হারিয়েছিলেন ট্রাকটির চালক। আহত হন ট্রেনের দু’জন যাত্রী।

injured derailment seven people accident train accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy