Advertisement
২৭ জুলাই ২০২৪

নৌকাডুবি, মৃত ৩৬

ফিলিপিন্সে নৌকাডুবিতে প্রাণ হারালেন ৩৬ জন। আরও ২৬ জনের কোনও খোঁজ নেই। উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ১৭৩ জন যাত্রী ও ১৬ জন কর্মী নিয়ে ওরমক বন্দর থেকে ক্যামোটিস দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেছিল নৌকাটি।

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ০২:৫৮
Share: Save:

ফিলিপিন্সে নৌকাডুবিতে প্রাণ হারালেন ৩৬ জন। আরও ২৬ জনের কোনও খোঁজ নেই। উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ১৭৩ জন যাত্রী ও ১৬ জন কর্মী নিয়ে ওরমক বন্দর থেকে ক্যামোটিস দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেছিল নৌকাটি। কয়েক মিনিটের মধ্যে উথালপাথাল ঢেউয়ের ধাক্কায় সমুদ্রে ডুবে যায় সাতাশ মিটার লম্বা নৌকাটি। উপকূল রক্ষী বাহিনীর মুখপাত্র আরমান্দ বালিলো জানিয়েছেন, উপকূল রক্ষী বাহিনী এবং মাছ ধরার নৌকার সাহায্যে ক্যাপ্টেন, কিছু কর্মী ও অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Philippine Philippines board capsized
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE