এক মাস আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন সেবাস্তিয়ান লেকর্নু। তবে গণআন্দোলনের জেরে গত ৬ অক্টোবর পদত্যাগ করেছিলেন তিনি। ফের সেই পদেই তাঁকে নিয়োগ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তারপরেই রাষ্ট্রপতি ভবন ‘এলিসি প্যালেস’ থেকে ঘোষণা করা হয়েছে, এ বারে রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটবে।
প্রেসিডেন্টের বিবৃতিতে জানানে হয়েছে, সেবাস্তিয়ানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের পাশাপাশি তাঁকে সরকার গঠনেরও দায়িত্ব দেওয়া হয়েছে। সেবাস্তিয়ান ইতিমধ্যেই প্রেসিডেন্টের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন এক্স হ্যান্ডলে পোস্টের মাধ্যমে। তিনি জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকেই দেশকে বাজেট দেওয়ার জন্য তিনি ‘যথাসাধ্য চেষ্টা’ করবেন ও সরকারি অর্থ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেবেন। তাঁর আরও প্রতিশ্রুতি, তিনি নাগরিকদের দৈনন্দিন সমস্যা সমাধানের চেষ্টা করবেন।
তবে অতি ডানপন্থী দল ‘ন্যাশনাল র্যালি’-র হঁশিয়ারি, সরকারের পতনে তাঁরা দৃঢ় প্রতিজ্ঞ। অনাস্থা প্রস্তাব আনা হবে বলেও জানানো হয়েছে। দাবি, ‘‘এই সরকারের কোনও ভবিষ্যৎ নেই।’’ পুনরায় সেবাস্তিয়ানের নিয়োগ প্রসঙ্গে অতি ডানপন্থী নেতা জর্ডান বারডেলার কটাক্ষ, ‘খারাপ রসিকতা’।
আরও পড়ুন:
-
মাত্র এক মাসেই পদত্যাগ! নয়া মন্ত্রিসভা ঘিরে বিতর্কের মাঝে ইস্তফা ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ানের
-
ট্রাম্পকেই নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া! প্রথম প্রতিক্রিয়া দিলেন ভেনেজ়ুয়েলার বিরোধী দলনেত্রী
-
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন সেবাস্তিয়ান লেকর্নু, প্রেসিডেন্ট মাক্রোঁ বাছলেন বেরুর উত্তরসূরি
সেবাস্তিয়ানের আগে পর পর ৪ জন পদত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী পদ থেকে। পঞ্চম পদত্যাগকারী হিসাবে নাম জুড়েছিল সেবাস্তিয়ানের। তবে ম্যাক্রোঁর ‘অনুগত’ হিসাবে পরিচিত তিনি পুনরায় ওই পদেই নিযুক্ত হলেন।