মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘটনাচক্রে, বৃহস্পতিবারেই মস্কোয় পৌঁছেছেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জ়ায়েদ আল নাহয়ান। তাঁর সঙ্গে সাক্ষাতের পরেই পশ্চিম এশিয়ার ওই দেশকে তাঁর সঙ্গে ট্রাম্পের ‘সম্ভাব্য বৈঠকস্থল’ হিসেবে চিহ্নিত করেন পুতিন।
প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ ঘিরে আমেরিকা-রাশিয়া টানাপড়েনের মধ্যেই মস্কোয় গিয়ে বুধবার পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সেখানেই দুই রাষ্ট্রনেতার বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে পুতিনের বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন। তিনি বলেন, ‘‘কয়েক সপ্তাহের মধ্যেই পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে আলোচনায় বসতে পারেন ট্রাম্প।’’ বুধবার পুতিন-উইটকভের তিন ঘণ্টার বৈঠকে উশাকভও হাজির ছিলেন। সেখানে যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
গত মাসে যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে দু’দফায় চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে ওয়াশিংটন-মস্কো সম্পর্কে টানাপড়েন তৈরি করেছিলেন ট্রাম্প। এর পরে রাশিয়ার জলসীমার কাছে মার্কিন নৌবহরের দু’টি পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ পাঠানোর নির্দেশ দিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু উইটকফের সাম্প্রতিক রাশিয়া সফরের পরে সেই উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে বলে ক্রেমলিন জানিয়েছে। উশাকভ বৃহস্পতিবার বলেন, ‘‘আগামী সপ্তাহে বৈঠকে বসবেন ট্রাম্প এবং পুতিন। তিন বছরের ইউক্রেন যুদ্ধে ইতি টানতে ওই বৈঠক গুরুত্বপূর্ণ হতে পারে।’’ এমনকি, পুতিন শর্তসাপেক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গেও বৈঠক করতে পারেন বলে জানান তিনি।