আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে ইসলামি সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএস সমর্থিত ‘অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্সেস’ (এডিএফ) বিদ্রোহীরা একটি শেষকৃত্যের অনুষ্ঠানে ৫০ জনের বেশি অসামরিক নাগরিককে কুপিয়ে খুন করেছে। পূর্ব কঙ্গোর কর্মকর্তারা জানিয়েছেন, বলে রয়টার্সের প্রতিবেদনে দাবি।
উত্তর কিভু প্রদেশের প্রশাসক ম্যাকায়ার সিভিকুনুলা জানান, সোমবার রাতে লুবেরো অঞ্চলের নটোয়ো শহরে একটি গির্জায় এই হত্যাকাণ্ড ঘটে। তবে এখনও এডিএফ ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। লুবেরোর সামরিক প্রশাসক কর্নেল আলাইন কিওয়েওয়া জানিয়েছেন, হত্যাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
আরও পড়ুন:
গত জুলাই মাসে কাতারের রাজধানী দোহায় আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষবিরতি চুক্তি করল মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গো (ডিআর কঙ্গো)-র সরকার এবং বিদ্রোহী এম২৩ বাহিনী। এর পরে পশ্চিম অংশে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও উত্তর-পূর্ব কঙ্গোয় খনিজ সম্পদের দখলের উদ্দেশ্যে ধারাবাহিক ভাবে আইএস মদতপুষ্ট এডিএফ বিদ্রোহীরা হামলা চালাচ্ছে বলে অভিযোগ।